Suresh Raina Announces International Retirement: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর সুরেশ রায়নার
মহেন্দ্র সিং ধোনির পর পরই অবসর ঘোষণা করলেন সুরেশ রায়না। ধোনি সহ অন্য খেলোয়াড়দের সঙ্গে ছবি দিয়ে সুরেশ রায়না ইনস্টাগ্রামে লেখেন, "মাহি আপনার সঙ্গে সুন্দর খেলা ছাড়া কিছুই ছিল না। গর্বিত আমার হৃদয় দিয়ে আমি এই যাত্রায় আপনার সঙ্গ দিলাম। ধন্যবাদ ভারত। জয় হিন্দ!"
মহেন্দ্র সিং ধোনির পর পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন সুরেশ রায়না। ধোনি সহ অন্য খেলোয়াড়দের সঙ্গে ছবি দিয়ে সুরেশ রায়না ইনস্টাগ্রামে লেখেন, "মাহি আপনার সঙ্গে সুন্দর খেলা ছাড়া কিছুই ছিল না। গর্বিত আমার হৃদয় দিয়ে আমি এই যাত্রায় আপনার সঙ্গ দিলাম। ধন্যবাদ ভারত। জয় হিন্দ!" জাতীয় দলের পাশাপাশি চেন্নাই সুপার কিংসে একই ড্রেসিং রুম দীর্ঘ কয়েক বছর শেয়ার করছেন মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না। একই দিনে দুই ক্রিকেটারের অবসরে অবাক ক্রিকেট অনুরাগীরা।
ধোনির মতো রায়নাও শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারতের হয়ে রায়না ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে তাঁর রান ৭৬৮। তবে ওয়ানডে-তে তাঁর রান ৫ হাজার ৬১৫। ৫টি শতরান ও ৩৬টি অর্ধ শতরান রয়েছে তাঁর ঝুলিতে।
মহেন্দ্র সিং ধোনির মতো রায়নাকেও আইপিএল-র আসন্ন মরশুমে খেলতে দেখা যাবে। সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে এবারের আইপিএল-র আসর।