Sunil Narine Cleared By Suspect Bowling Action Committee: অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে সুনীল নারিনকে ক্লিনচিট আইপিএল সাসপেক্ট বোলিং কমিটি
কলকাতা নাইট রাইডার্সের (KKR) জন্য স্বস্তির খবর। সন্দেহজনক অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে সুনীল নারিনকে (Sunil Narine) ক্লিনচিট দিল আইপিএল (IPL 2020) সাসপেক্ট বোলিং কমিটি (Suspect Bowling Action Committee)। এরপরই সন্দেবজনক অবৈধ বোলিং অ্যাকশন তালিকা থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে। ১০ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। নিয়ম মেনে নারিনের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট নথিভুক্ত করেছিলেন দুই অনফিল্ড আম্পায়ার উল্লাস গান্ধী এবং ক্রিস গাফ্যানি। পরের ম্যাচে আরসিবির বিরুদ্ধে তাঁকে খেলানোর কোনও ঝুঁকি নেয়নি কেকেআর শিবির।
কলকাতা নাইট রাইডার্সের (KKR) জন্য স্বস্তির খবর। সন্দেহজনক অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে সুনীল নারিনকে (Sunil Narine) ক্লিনচিট দিল আইপিএল (IPL 2020) সাসপেক্ট বোলিং কমিটি (Suspect Bowling Action Committee)। এরপরই সন্দেবজনক অবৈধ বোলিং অ্যাকশন তালিকা থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে। ১০ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। নিয়ম মেনে নারিনের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট নথিভুক্ত করেছিলেন দুই অনফিল্ড আম্পায়ার উল্লাস গান্ধী এবং ক্রিস গাফ্যানি। পরের ম্যাচে আরসিবির বিরুদ্ধে তাঁকে খেলানোর কোনও ঝুঁকি নেয়নি কেকেআর শিবির।
বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠার পর নারিনকে ওয়ার্নিং লিস্টে রাখা হয়। এরপরই কেকেআর-র তরফে নারিনের বোলিং অ্যাকশনে ভিডিয়ো আইপিএল সাসপেক্ট বোলিং কমিটির কাছে পাঠানো হয়। নারিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মূল্যায়নর আবেদন করে শাহরুখ খানের দল। আরও পড়ুন: SRH vs KKR: আইপিএলে আজ সাইরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান
আজ আইপিএল জানিয়েছে, সাসপেক্ট বোলিং কমিটি সবকিছু খতিয়ে দেখেছে। নারিনের অ্যাকশন ফুটেজের সমস্ত দিক সাবধানতার সাথে পর্যালোচনা করেছে এবং সিদ্ধান্তে পৌঁছেছে যে কনুই-বাঁকটি অনুমোদিত সীমাতেই রয়েছে। কমিটি আরও উল্লেখ করেছে যে ফুটজে যে অ্যাকশনে নারিনকে বল করতে দেখা গেছে মাঠেও তাঁর একই অ্যাকশনে বল করা উচিত। জমা দেওয়া ফুটেজের মতই যেন নিয়ম মেনে নারিন আগামী আইপিএলের ম্যাচে বোলিং চালিয়ে যান।