Snehashish Ganguly: হৃদযন্ত্রে ব্লক সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলিরও, বসানো হবে স্টেন্ট

সৌরভ গাঙ্গুলির পর এবার হৃদরোগে আক্রান্ত তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলি। তাঁরও ব্লকেজ ধরা পড়ল। পরিবারে হৃদরোগের ইতিহাস থাকায় দেরি করেননি সৌরভ। বাড়ি ফেরার পর দাদার হেলথ চেক-আপ করান সৌরভ। তখনই ধরা পড়ে হৃদযন্ত্রের ব্লকেজ। চলতি সপ্তাহেই ভর্তি হতে পারেন হাসপাতালে। তাঁরও হার্টে স্টেন্ট বসবে বলে খবর, জি ২৪ ঘণ্টার। ২২ জানুয়ারি স্টেন্ট বসানো হতে পারে তাঁর।

স্নেহাশিস গাঙ্গুলি (Picture Credits: File photo of Snehasish Ganguly.(Twitter))

কলকাতা, ১৮ জানুয়ারি: সৌরভ গাঙ্গুলির পর এবার হৃদরোগে আক্রান্ত তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলি (Snehashish Ganguly)। তাঁরও ব্লকেজ ধরা পড়ল। পরিবারে হৃদরোগের ইতিহাস থাকায় দেরি করেননি সৌরভ। বাড়ি ফেরার পর দাদার হেলথ চেক-আপ করান সৌরভ। তখনই ধরা পড়ে হৃদযন্ত্রের ব্লকেজ। চলতি সপ্তাহেই ভর্তি হতে পারেন হাসপাতালে। তাঁরও হার্টে স্টেন্ট বসবে বলে খবর, জি ২৪ ঘণ্টার। ২২ জানুয়ারি স্টেন্ট বসানো হতে পারে তাঁর।

কিছুদিন আগেই জিম করতে গিয়ে হঠাৎ অসুস্থতা বোধ করেন মহারাজ। এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে (sourav ganguly)। পাঁচদিন তাঁকে ভর্তি থাকতে হয় হাসপাতালে। বুকে বসানো হয় স্টেন্ট। বাড়ি ফিরে এলেও ডাক্তারদের তত্ত্বাবধানে এখনও বিশ্রামেই রয়েছেন তিনি। আগামী তিন মাস তাঁকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। আরও পড়ুন, তেখালির রাস্তায় মমতা ব্যানার্জি গো-ব্যাক পোস্টার, সরগরম নন্দীগ্রাম

কিছু দিন পর সৌরভের আরও দু'টি স্টেন্ট বসার কথা। কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও দিন স্থির হয়নি। এই মাসেই ফের হাসপাতালে ভর্তি হতে পারেন তিনি। হাসপাতালে ভর্তির পর সৌরভের চিকিৎসা করতে আসেন ডাক্তার দেবী শেঠি (devi sethi) জানান, সৌরভদের পরিবারে হার্টের অসুখের ইতিহাস রয়েছে। ফলে, স্বাভাবিকভাবেই একই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে সৌরভ-স্নেহাশিসদের। সৌরভ ও স্নেহাশিসের বাবা চণ্ডী গাঙ্গুলিরও হৃদযন্ত্রের সমস্যা ছিল।