Sourav Ganguly on Pakistan Cricket: কীভাবে ভারতের মতো শক্তিশালী হবে পাকিস্তান, ওয়াসিম আক্রমদের জানালেন সৌরভ গাঙ্গুলি
গাঙ্গুলি বলেন, 'শুধু আইপিএল নয়, ভারতে আমাদের গোটা পরিকাঠামোই খুব ভাল। আমাদের অনেক খেলোয়াড় আছে এবং আমরা অনেক ম্যাচ খেলি। ভারতীয় ক্রিকেটে অবশ্যই আমাদের অর্থ আছে এবং আমরা ভাগ্যবান। ভাল কথা হল, টাকাটা ঠিক পথেই ব্যবহার করা হয়েছে। তাঁর কথায়, খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে।
পাকিস্তান ক্রিকেট শো 'দ্য প্যাভিলিয়ন' (The Pavilion)-এ ওয়াসিম আক্রমের (Wasim Akram) মতো ক্রিকেট মহাতারকাদের সঙ্গে রয়েছেন মিসবাহ-উল-হক (Misbah-ul-Haq), মইন খান (Moin Khan) এবং শোয়েব মালিক (Shoaib Malik) ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময় তাদের হাসি ঠাট্টা এবং দারুণ বিশ্লেষণের জন্য একটি বড় হিট শো হয়ে উঠেছে এবং এখন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এই শোয়ের প্রশংসা করেছেন। ওয়াসিম আক্রমের প্রশংসায় পঞ্চমুখ গাঙ্গুলি পাকিস্তান ও ক্রিকেটপ্রেমীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, 'পাকিস্তানের সব দর্শককে শুভেচ্ছা। পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই ভাল। ২০০৪ সালের সেই পাকিস্তান সফরের কথা এখনও মনে আছে। কী ট্যুর ছিল, স্মৃতিগুলো এখনও টাটকা মনে আছে। ওয়াসিম ভাই আছেন, মিসবাহ, শোয়েব আর মঈন খান... মঈনের বয়স অনেক বেড়ে গেছে, চুল ধূসর হয়ে গেছে। তাদের রঙ করো, যেমনটা আমরা করি। এটা খুব ভাল হবে।' Eden Gardens Bell Ringing: ইংল্যান্ড-পাক ম্যাচে ইডেনের ঘণ্টা বাজালেন রামিজ রাজা
তাঁর কথায়, বাড়িতে ওয়াসিম ভাইকে দেখে ভাল লাগছে। আগে মনে হতো, তার পায়ে রোলার স্কেট লাগানো আছে। কারণ কোনও দিন তিনি দিল্লিতে ছিলেন, পরের দিন তিনি মুম্বইতে ছিলেন, কিংবা পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকা। কিন্তু এখন পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন তিনি। তার ছেলে-মেয়েরা বড় হয়েছে। ইন্সটাগ্রামে ছেলের ছবি দেখেছি। ও ওর থেকে অনেক বেশি হ্যান্ডসাম। সৌরভ আরও বলেন, আমি শো-কে ফলো করি এবং ওয়াসিম ভাই যেভাবে পাকিস্তানের ক্রিকেটারদের বকাঝকা করেন, তা আমার ভাল লাগে। সবাইকে ভালোবাসি।
বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। আর কী কী কারণে ভারত এত শক্তিশালী ক্রিকেট রাষ্ট্রে পরিণত হতে পেরেছে, তা নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। তিনি বলেন, 'পাকিস্তান বিশ্বকাপের শেষ চারে না গিয়েই বিদায় নিয়েছে। একমাত্র আইপিএল আপনাকে সাহায্য করতে পারে না। চার ও পাঁচ দিনের ক্রিকেটের মাধ্যমে গুণগত মান গড়ে তোলা হয়। যদি আপনি খুব বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন, তা হলে মাঝারি মানের ক্রিকেটই ঠিক হয়ে যাবে। টি-টোয়েন্টি ক্রিকেট খেলুন, টাকা রোজগার করুন, কিন্তু ক্রিকেটার বানাতে হলে দীর্ঘ সময় খেলা দরকার। ওয়াসিম ভাইয়ের মতো একজনকে দরকার, যিনি দিনে ২৫-৩০ ওভার বল করতেন। নতুন বলের সঙ্গে ফাস্ট বোলিং আর পুরনো বলের সঙ্গে ফাস্ট বোলিং। চার ওভার বল করে খেলোয়াড় তৈরি করা যায় না।'
ভারতের সাফল্য প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, 'শুধু আইপিএল নয়, ভারতে আমাদের গোটা পরিকাঠামোই খুব ভাল। আমাদের অনেক খেলোয়াড় আছে এবং আমরা অনেক ম্যাচ খেলি। ভারতীয় ক্রিকেটে অবশ্যই আমাদের অর্থ আছে এবং আমরা ভাগ্যবান। ভাল কথা হল, টাকাটা ঠিক পথেই ব্যবহার করা হয়েছে। তাঁর কথায়, খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে। ঘরোয়া ক্রিকেটাররা সেপ্টেম্বর থেকে মে এবং সব ফরম্যাটেই খেলতে থাকেন। এই সিস্টেম আমাদের এত ভাল দল তৈরি করতে সাহায্য করেছে। খেলোয়াড়দের জন্য আর্থিক নিরাপত্তাও রয়েছে। পাকিস্তানেরও অনেক প্রতিভা আছে। একটু অ্যাডজাস্টমেন্ট দরকার। যদি তারা কিছু অ্যাডজাস্টমেন্ট করে, তাহলে তারাও ভারতের মতো ভালো হতে পারে।'