Cricket: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি পদে ফের সৌরভ গাঙ্গুলি

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB)-র সভাপতি পদে ফের আসীন হলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ( Sourav Ganguly)। সৌরভের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্যানেলের বিরুদ্ধে কোনও বিরোধী প্যানেল নির্বাচনে অংশ ( uncontested) নেয়নি। সেই কারণে আবারও বাংলার ক্রিকেটের মসনদে বসলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে, বিসিসিআই-(BCCI)-র নিয়ম অনুযায়ী ‘কুলিং অফ পিরিয়ড’(cooling off period)-এ প্রবেশের আগে সৌরভ ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত সভাপতি পদে থাকতে পারবেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় (Photo Credits: IANS)

কলকাতা, ২৭ সেপ্টেম্বর: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB)-র সভাপতি পদে ফের আসীন হলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ( Sourav Ganguly)। সৌরভের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্যানেলের বিরুদ্ধে কোনও বিরোধী প্যানেল নির্বাচনে অংশ ( uncontested) নেয়নি। সেই কারণে আবারও বাংলার ক্রিকেটের মসনদে বসলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে, বিসিসিআই-(BCCI)-র নিয়ম অনুযায়ী ‘কুলিং অফ পিরিয়ড’(cooling off period)-এ প্রবেশের আগে সৌরভ ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত সভাপতি পদে থাকতে পারবেন।

২০১৪ সালে সৌরভ CAB-র যুগ্ম-সচিবের পদে বসেন। ২০১৫ সালে জগমোহন ডালমিয়ার (Jagmohan Dalmiya) মৃত্যুর পর তিনি CAB-র সভাপতি পদে বসেন। ২০২০ সালে ৬ বছরের দায়িত্ব পালন শেষে তিন বছরের বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে যেতে হবে সৌরভকে। জানা যাচ্ছে, শনিবার বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting ) বসবে CAB-তে। সচিব বসছেন জগমোহন ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya)। টাউন ক্লাবের দেবব্রত দাস (Debabrata Das) হবেন যুগ্ম-সচিব। দেবাশিস গাঙ্গুলি (Debasish Ganguly) কোষাধ্যক্ষ হবেন। শনিবার থেকে তাঁরা দায়িত্ব গ্রহণ করবেন। আরও পড়ুন: Narada Sting Case: সিবিআই-র হাজিরা এড়ালেন মুকুল রায়

পদ: সৌরভ গাঙ্গুলি (সভাপতি)(Sourav Ganguly), নরেশ ওঝা (Naresh Ojha) (সহ-সভাপতি), অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya) (সচিব), দেবব্রত দাস (Debabrata Das) (যুগ্ম-সচিব) এবং দেবাশিস গাঙ্গুলি ( Debasish Ganguly) (কোষাধ্যক্ষ)

অ্যাপেক্স কাউন্সিল: অর্ধেন্দু কুমার ঘোষ (Ardhendu Kumar Ghosh), রাজীব ঘোষ (Rajib Ghosh,), সম্রাট ভৌমিক (Samrat Bhowmick), সঞ্জয় দত্ত (Sanjoy Dutta), সুব্রত সাহা (Subrata Saha), গৌতম গোস্বামী (Goutam Goswami), জয়দীপ কোলে (Joydeep Kolay), মিন্টু দাস (Mintu Das), নুমাজ়ার মেহতা (Numazar Mehta), প্রবীর চক্রবর্তী (Prabir Chakrabarty) এবং সুশান্ত ব্যানার্জি (Susanta Banerjee)।