Shubman Gill: T20-তে নয়া ইতিহাস শুভমানের, ৬৩ বলে রান ১২৬

৬৩ বলে ১২৬ রানের ইনিংস খেলে টপকে গেলেন আফগানিস্তানের বিরুদ্ধে করা বিরাট কোহলির ৬১ বলে ১২২ রানের টি ২০-তে ভারতীয় হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসকে। তাঁর ১০ চারটি চার ও ৫টা সিক্সের উপর ভর করে টিম ইন্ডিয়ার স্কোরও গিয়ে পৌঁছল ৪ উইকেটে ২৩৪ রানে।

Photo Credits: twitter /ESPNcricinfo

আমেদাবাদ: টি২০ (T20) সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের (New Zeland) বিরুদ্ধে টসে (Toss) জিতে ব্যাট (Bating) করার সিদ্ধান্ত নিয়ে ছিল হার্দিক পান্ডিয়ার ভারত (Team India)। আর অধিনায়কের এই সিদ্ধান্তই যেন ইতিহাস গড়ার সুযোগ এনে দিয়েছিল শুভমান গিলের (Shubman Gill) কাছে।

তিনি সেটা দুর্দান্তভাবে কাজে লাগিয়ে দলকে যেমন সিরিজ জেতার দোরগোড়ায় পৌঁছে দিলেন তেমনি নিজের জন্য করে ফেললেন নয়া একটা রেকর্ড।

৬৩ বলে ১২৬ রানের ইনিংস খেলে টপকে গেলেন আফগানিস্তানের বিরুদ্ধে করা বিরাট কোহলির ৬১ বলে ১২২ রানের টি ২০-তে ভারতীয় হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসকে ( Highest Scorer AS An Indian In T20)। তাঁর ১০ চারটি চার ও ৫টা সিক্সের উপর ভর করে টিম ইন্ডিয়ার স্কোরও গিয়ে পৌঁছল ৪ উইকেটে ২৩৪ রানে।

প্রসঙ্গত উল্লেখ্য বুধবারের দুর্দান্ত ইনিংসের আগেই টি২০-তে খুব একটা ভালো রেকর্ড ছিল না শুভমানের। ৫টি ম্যাচটি খেলে ৭৬ রান করেছিলেন। অ্যাভারেজ ১৫.২০। কিন্তু, বুধবার বদলে গেলে ছবিটা। নিউজিল্যান্ডের বোলারদের কার্যত উড়িয়ে দিয়ে পৌঁছে গেলের সেই পাঁচ ভারতীয়ের টিমে। যাঁরা তিনটি ফরম্যাটের ক্রিকেটেই সেঞ্চুরি করেছেন।