Shakib-Tamim Controversy: দেখুন, মাঠ ছেড়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্রে সাকিব-তামিম বিতর্ক
প্রশ্নপত্রে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে বিতর্কের সূত্রপাত, সাকিবের সঙ্গে তামিমের সম্পর্ক এবং এ বিষয়ে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়।
সদ্যসমাপ্ত বিশ্বকাপের দল নির্বাচনের সময় থেকেই সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে বিতর্ক চলছে। তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা করলেও সাকিব-তামিমের মধ্যে বিরোধ এখনো মেটেনি। এদিকে বাংলাদেশ থেকে আসা দুই সিনিয়র ক্রিকেটারের মধ্যে উত্তাপের কথা এখন দেশের একটি প্রশ্নপত্রে। ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রশ্নপত্রে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে বিতর্কের সূত্রপাত, সাকিবের সঙ্গে তামিমের সম্পর্ক এবং এ বিষয়ে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নে লেখা রয়েছে, সাকিব বিসিবির সফটওয়্যার ব্যবহার করেছে। সাকিব গোপনে তামিমের প্রোফাইল দেখেছেন। সাকিব খুব চালাক...। তামিমের প্রোফাইলে প্রবেশ, তামিম নিজেই লিখেছেন, 'আমি বিশ্বকাপ খেলব না তামিমের সঙ্গে বোর্ড সভাপতির কথোপকথনও দেখেছেন সাকিব।' Taskin Ahmed Injury Update: চোট সারতে প্রায় এক মাস, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ তাসকিন আহমেদ
ভূমিকা দেওয়ার পর প্রশ্নে লেখা হয়, 'সাকিব তামিমের ইউজার নেম বদলে 'DotBaba' করেছেন (সম্ভবত তিনি অনেক ডট বল খেলেন বলে)। এই ঘটনায় তামিমের প্রোফাইলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। কীভাবে এই ধরনের ঘটনা এড়ানো যায় তা ব্যাখ্যা করুন।' তবে প্রশ্নপত্রের সত্যতা এখনও যাচাই করা হয়নি। আসলে বিশ্বকাপের জন্য বাংলাদেশ ১৫ সদস্যের দল চূড়ান্ত করার পর দুই সিনিয়র ক্রিকেটারের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। উল্লেখ্য, বিশ্বকাপের তালিকা থেকে বাদ পড়ে তামিমদের নাম। বিসিবির নির্বাচকরা ওপেনারের পিঠের চোটকে কারণ হিসেবে জানালেও পরে এক স্পোর্টস চ্যানেলের সঙ্গে কথা বলে সাকিব জানান, তামিম ৩ নম্বরে ব্যাট করতে রাজি হননি।
দেখুন প্রশ্নপ্রত্র