The Oval, London (Photo Credit: ICC/ Twitter)

কেনিংটন ওভালে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে হলে ভারতকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়তে হবে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে প্রায় ৪০০ রানের লিডের দিকে এগিয়ে রয়েছে। শুধু এই মাঠেই নয়, এই মাঠের সফল চেজ করার ইতিহাস দেখে রোহিত শর্মার দলের জন্য এটা অবশ্যই কঠিন কাজ হবে। যদিও এখনও পর্যন্ত উইকেটগুলো ব্যাটিংয়ের জন্য যথেষ্ট উপযোগী। ইংল্যান্ডের মাটিতে ১৯৪৮ সালে হেডিংলিতে ইংল্যান্ডে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েন। এছাড়া ১৯০২ সালে কেনিংটন ওভালে রান সংগ্রহের রেকর্ড গড়েন। ১৯০২ সালের আগস্টে ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়ে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেটে জয় পায় ইংল্যান্ড।

চলতি শতকে ওভালে সফল রান-চেজের শীর্ষ দশে জায়গা করে নিয়েছে শুধুমাত্র ইংল্যান্ড ও পাকিস্তান। ২০০৮ সালে ইংল্যান্ড ও ২০১০ সালে পাকিস্তান চতুর্থ ইনিংসে এই ভেন্যুতে একটি লক্ষ্য সফলভাবে তাড়া করতে পেরেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ড জয়ের দেখা পেয়েছিল। আবার ইংল্যান্ডের দেওয়া ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে জয় লাভ করে। ভারতীয় দল ইংল্যান্ডে ওভালে টেস্টে জয় লাভ করে ১৯৭১ সালে। কিন্তু সেবার ভারতের টার্গেট ছিল ১৭৩। অজিত ওয়াদেকরের নেতৃত্বাধীন দলটি আয়োজকদের চার উইকেটে পরাজিত করে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

IND vs AUS Under-19 World Cup 2024 Final: ফের ফাইনাল, ফের অস্ট্রেলিয়া, ফের বিশ্বকাপের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ ভারতের

ICC Under 19 WC 2024 Final, IND vs AUS: ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে ২৫৪ রান করতে হবে টিম ইন্ডিয়াকে

IND vs AUS Final, U19 WC Live Streaming: ভারত বনাম অস্ট্রেলিয়া, ফাইনাল, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ; সরাসরি দেখবেন যেখানে

IND vs AUS, AFC Asian Cup Result: এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু ভারতের সফর

IND vs AUS, AFC Asian Cup Live Streaming: ভারত বনাম অস্ট্রেলিয়া, এফসি এশিয়ান কাপ ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

Ind Win Series 4-1: শেষ ওভারে বাজিমাত অর্শদীপের, অস্ট্রেলিয়াকে T20 সিরিজে ৪-১ স্কোরে হারিয়ে বদলা ভারতের!

IND vs AUS 5th T20I: একতরফা জয়ের দিকে তরুণ ভারত, মান বাঁচানো লড়াইয়ে অজিরা; সরাসরি দেখবেন যেখানে

Electricity Bill Due at IND vs AUS Venue: বিপদে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ! রায়পুর স্টেডিয়ামে নেই বিদ্যুৎ, বিল বাকি ৩.১৬ কোটি টাকা