Rohit Sharma New Record: টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন রোহিত শর্মা

টি-টোয়েন্টি ক্রিকেটের (T20I Cricket) ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা (Six) হাঁকানোর রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুক্রবার নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি এই মাইলস্টোন স্পর্শ করেন। গতকালের ম্যাচে রোহিত ২০ বলে ৪৬ রান করেন। তাঁর ব্যাটে ভর করে মেন ইন ব্লু ৯১ রানের লক্ষ্যে পৌঁছে যায়। চারটি বাউন্ডারি ও চারটি ছক্কায় সাজানো রোহিতের ইনিংসটি। এখন টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত মোট ১৭৬টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল (১৭২)। এর পরে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল (১২৪), প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান (১২০) এবং অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যারন ফিঞ্চ (১১৯)।

Rohit Sharma (Photo: Twitter)

টি-টোয়েন্টি ক্রিকেটের (T20I Cricket) ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা (Six) হাঁকানোর রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুক্রবার নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি এই মাইলস্টোন স্পর্শ করেন। গতকালের ম্যাচে রোহিত ২০ বলে ৪৬ রান করেন। তাঁর ব্যাটে ভর করে মেন ইন ব্লু ৯১ রানের লক্ষ্যে পৌঁছে যায়। চারটি বাউন্ডারি ও চারটি ছক্কায় সাজানো রোহিতের ইনিংসটি। এখন টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত মোট ১৭৬টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল (১৭২)। এর পরে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল (১২৪), প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান (১২০) এবং অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যারন ফিঞ্চ (১১৯)।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৮ ম্যাচ খেলে রোহিত ৩,৬৭৭ রান করেছেন। ৪টি সেঞ্চুরি ও ২৮টি হাফ সেঞ্চুরি রয়েছে রোহিতের ঝুলিতে। মোট রানের মধ্যে ১,০৫৬ রান এসেছে ছক্কা মেরে। অর্থাৎ রোহিতের রানের ২৮.৭১ শতাংশই রানই এসেছে ছক্কা থেকে। আরও পড়ুন: Rahul Dravid Applauds Ground Staff: নাগপুর স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের সাধুবাদ জানালেন রাহুল দ্রাবিড়, কেন?

গত বৃষ্টির কারণে ম্যাচ ৮ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ৯০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল।



@endif