Rohit Sharma: বিশ্বে দ্বিতীয় দ্রুততম, ওপেনার হিসেবে ১০,০০০ রানের মাইলস্টোন ছুঁলেন রোহিত শর্মা

নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে (India vs New Zealand 3rd T20I 2020) রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma)। ওপেনার (Opener) হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করলেন হিটম্যান। এদিন হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। এটি রোহিতের ২০ তম টি-২০ হাফ সেঞ্চুরি। বিধ্বংসী ব্যাটিংয়ে বেনেটের এক ওভারে ২৬ রান হাঁকান রোহিত। এদিনের এই বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় দ্রুততম ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১০ হাজার রানের গণ্ডি ছুঁয়ে ফেললেন হিটম্যান।

রোহিত শর্মা (Photo: Getty Images)

নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে (India vs New Zealand 3rd T20I 2020) রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma)। ওপেনার (Opener) হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করলেন হিটম্যান। এদিন হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। এটি রোহিতের ২০ তম টি-২০ হাফ সেঞ্চুরি। বিধ্বংসী ব্যাটিংয়ে বেনেটের এক ওভারে ২৬ রান হাঁকান রোহিত। এদিনের এই বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে দ্বিতীয় দ্রুততম ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১০ হাজার রানের গণ্ডি ছুঁয়ে ফেললেন হিটম্যান।

রোহিত ভারতের চতুর্থ ওপেনার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ১০ হাজার রান হাঁকালেন। হিটম্যানের আগে সুনীল গাভারকর, সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেওয়াগ ভারতীয় ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেছেন। ১০ হাজার রান ছুঁতে রোহিত শর্মার লেগেছে ২১৯টি ইনিংশ। অন্যদিকে সচিন তেন্দুলকরের লেগেছে ২১৪টি ইনিংশ। আরও পড়ুন: Badminton champion Saina Nehwal: 'প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের জন্য কাজ করতে চাই', বিজেপিতে যোগ দিয়ে বললেন সাইনা নেহওয়াল

গত বছর আইসিসি'র বিচারে সেরা ওডিআই ক্রিকেটার হয়েছিলেন। ২০১৯ সালে দেশের হয়ে বাইশ গজে তিন ফর্ম্যাট মিলিয়ে ১০টি সেঞ্চুরি করেছিলেন। এবার ২০২০ সালে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে এদিন নতুন নজিরে নিজের নাম লিখিয়ে ফেললেন হিটম্যান। রোহিতের এই ইনিংসে ভর করেই ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৯ রান তুলল। এদিন ৪০ বলে রোহিত ৬৫ রান করে আউট হয়েছেন। ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান রোহিত।