Rishabh Pant: ঋষভ পন্থের মুকুটে নয়া পালক
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য় প্রস্তুতি ব্যস্ত বিরাট কোহলির (Virat Kohli) টিমের স্টার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। আর রুরকির বছর চব্বিশের ক্রিকেটারকে ভিডিও কল করে এক দারুণ সুখবর শোনালেন উত্তারখণ্ডের মুখ্য়মন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)।
রুরকি, ২০ ডিসেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য় প্রস্তুতি ব্যস্ত বিরাট কোহলির (Virat Kohli) টিমের স্টার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। আর রুরকির বছর চব্বিশের ক্রিকেটারকে ভিডিও কল করে এক দারুণ সুখবর শোনালেন উত্তারখণ্ডের মুখ্য়মন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। ঋষভ পন্থকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করল তারা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভারতের অন্যতম সেরা ক্রিকেটার, তরুণদের আদর্শ, উত্তরাখণ্ডের সুযোগ্য সন্তান ঋষভ পন্থকে আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল। তাঁকে দেখে আগামী দিনে উত্তরাখণ্ডের তরুণরা আরও বেশি করে খেলা নিয়ে আগ্রহী হবেন।’’
এরপর পন্থ ধামির টুইট ধরে লেখেন, "ধন্যবাদ জানাই পুস্কর ধামি স্যারকে, আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে কাজ করার একটা সুযোগ দেওয়ার জন্য। উত্তরাখণ্ডের মানুষের মধ্যে ক্রীড়া ও সাধারণ সাস্থ্যের প্রচারের জন্য আমি সেরাটাই দেব। ভারতকে আরও ফিট করে তোলার বার্তাই আমি দেব।" আরও পড়ুন: Asian Champions Trophy Hockey: এশিয়ান হকিতে জাপানকে আধ ডজন গোল দিয়ে গ্রুপ সেরা ভারত
এই মুহূর্তে ভারতীয় দলের নিয়মিত সদস্য পন্থ। ক্রিকেটের তিনটি ফরম্যাটেই দেখা যায় তাঁকে। দলের অন্যতম সেরা ম্যাচ উইনার বলা হয় তাঁকে। ইতিমধ্যেই বেশ কিছু ম্যাচে দলকে একার দায়িত্বে জিতিয়েছেন তিনি। তার মধ্যে গত অস্ট্রেলিয়া সফরে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে পন্থের ইনিংস দেখে মুগ্ধ হয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।