Ravi Shastri: বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানিয়ে রবি শাস্ত্রী যা বললেন, টিম ইন্ডিয়ার কোচ দ্রাবিড়কে নিয়েও মুখ খুললেন

সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly), বিসিসিআই (BCCI) সভাপতি হওয়ার পর এই প্রথম এই বিষয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। অতীতে সৌরভের বেশ কয়েকবার বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ করা শাস্ত্রী যে দাদার বিষয়ে কিছু বললেই সবার উৎসাহের বিষয় হবে সেটা তো জানা কথা। কোচ নিয়োগ বিতর্কে বছর দুয়েক আগে সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে বিস্ফোরক কথা বলেছিলেন রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রী। (Photo Credits: Getty Images)

মুম্বই, ২৬ অক্টোবর: সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly), বিসিসিআই (BCCI) সভাপতি হওয়ার পর এই প্রথম এই বিষয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। বোর্ড প্রধান হওয়ায় সৌরভকে শুভেচ্ছা জানালেন শাস্ত্রী।  অতীতে সৌরভের বেশ কয়েকবার বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ করা শাস্ত্রী যে দাদার বিষয়ে কিছু বললেই সবার উৎসাহের বিষয় হবে সেটা তো জানা কথা। কোচ নিয়োগ বিতর্কে বছর দুয়েক আগে সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে বিস্ফোরক কথা বলেছিলেন রবি শাস্ত্রী। তারপর থেকে দাদা-রবির সম্পর্কটা একেবারে তলানিতে ঠেকেছে। সেই সৌরভ যখন ভারতীয় ক্রিকেটের সর্বেসর্বা, তখন রবি শাস্ত্রীকে অতীতের ভুলের শিক্ষা দেওয়ার কথা তুলছেন দাদা ভক্তরা।

শোলের সেই বিখ্যাত ডায়লগ 'তেরা ক্যায়া হোগা কালিয়া'র মত দাদাও শাস্ত্রীকে সেই ঢঙে কিছু বলুন, এমন দাবি রোজ সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। ক মাস আগে আরও একবার ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর চুক্তির সময়সীমা বাড়ে। আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিরাট কোহলিদের কোচ থাকছেন রবি শাস্ত্রী। আরও পড়ুন-দার্জিলিঙের পাহাড়ি পথে ১০ কিলোমিটার জগিং করলেন মমতা ব্যানার্জি (দেখুন ভিডিও)

দাদাও আগামী দশ মাস ভারতীয় বোর্ডের প্রধান হিসেবে কাজ করবেন। আর সভাপতি-কোচের মধ্য়ে দূরত্বটা চোখে পড়ার মত বিষয়। তবে এই দূরত্ব মেটাতে রবি শাস্ত্রী এগিয়ে এলেন। কোচ রবি শাস্ত্রী বললেন, ' বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলি আর এনসিএ-র দায়িত্বে রাহুল দ্রাবিড়। এটাই ভারতীয় ক্রিকেটের পক্ষে সবচেয়ে ভাল।''সৌরভ গাঙ্গুলির ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে বসা নিয়ে শাস্ত্রীর আনন্দ প্রকাশ করে বলেছেন, '' বিসিসিআইয়ের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ায় সৌরভকে আমার আন্তরিক অভিনন্দন। সৌরভের সভাপতি হিসেবে নিয়োগ বোঝাচ্ছে ভারতীয় ক্রিকেট সঠিক দিকে চলেছে।' এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, '' সৌরভ হল সহজাত নেতা। ওর মত একজন, যে চার-পাঁচ বছর আগে থেকে ক্রিকেট প্রশাসনের সঙ্গে আছে, এমন একজন ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নিলে তা ভারতীয় ক্রিকেটের পক্ষে জয়ের দিক ('উইন-উইন'সিচ্য়ুয়েশন)।''এরপর শাস্ত্রী বলেন, " এখন বোর্ডের পক্ষে কঠিন সময়,বিসিসিআই-কে গৌরবের রাস্তায় নিয়ে আসতে হলে অনেক কাজ করতে হবে। বোর্ডের দায়িত্বে সৌরভ সফল হোক সেই শুভেচ্ছা রইল।''