Prithvi Shaw Selfie Controversy: পৃথ্বী শর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় কোর্টের দ্বারস্থ হলেন স্বপ্না গিল
অভিযোগকারিণী দাবী করেছেন, ফেব্রুয়ারি মাসে ২৩ বছরের ওই ক্রিকেটার তাঁকে ব্যাট দিয়ে মারধর করেন।
সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল বুধবার মুম্বই আদালতে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন, ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শর বিরুদ্ধে। দুই মাস আগে আন্ধেরির একটি ক্লাবে তাঁর শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে পুলিশে মামলা দায়েরের আর্জি জানিয়েছেন তিনি। স্বপ্না গিলের আইনজীবী আলি কাশিফ খান জানিয়েছেন, আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালতে পৃথ্বী এবং তাঁর বন্ধু আশিস যাদবের বিরুদ্ধে আইপিসি ধারা ৩৫৪ (মহিলার শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বলপ্রয়োগ করা), ৫০৯ (মহিলার শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে শব্দ / ইঙ্গিত / কাজ) এবং ৩২৪ (বিপজ্জনক অস্ত্র বা উপায় দ্বারা স্বেচ্ছায় আঘাত করা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারিণী দাবী করেছেন, ফেব্রুয়ারি মাসে ২৩ বছরের ওই ক্রিকেটার তাঁকে ব্যাট দিয়ে মারধর করেন। অভিযোগকারিণীর আইনজীবী বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সমর্থনে একটি সরকারি হাসপাতাল থেকে দেওয়া একটি মেডিকেল সার্টিফিকেট অভিযোগর সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে শহরতলির একটি হোটেলে সেলফি তোলা নিয়ে বিতর্কের জেরে পৃথ্বীর ওপর হামলার অভিযোগে আরও কয়েকজনের সঙ্গে স্বপ্না গিলকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। মারধরের মামলায় জামিন পাওয়ার পরে স্বপ্না আন্ধেরির বিমানবন্দর থানায় পৃথ্বী এবং তাঁর বন্ধু আশিস যাদব এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে মুম্বইয়ের এই ব্যাটসম্যানের বিরুদ্ধে এখনও পর্যন্ত এফআইআর দায়ের করেনি পুলিশ। আদালতে দায়ের করা অভিযোগে স্বপ্না গিল দাবি করেছেন, তিনি এবং তাঁর বন্ধু শোভিত ঠাকুর আপমার্কেট ক্লাবের নিয়মিত পৃষ্ঠপোষক। যেখানে তিনি তার বন্ধুদের সাথে পার্টি করছিলেন এবং মদ্যপ অবস্থায় ছিলেন এবং হঠাৎ করে পৃথ্বীকে দেখেন। আবেদনে বলা হয়েছে, ক্রিকেট অনুরাগী ঠাকুর পৃথ্বীর সঙ্গে সেলফি তুলতে যান।