Pollution Visuals of Arun Jaitley Stadium: দূষণে ঢেকেছে রাজধানী দিল্লি, ভারত- বাংলাদেশ ম্যাচ বন্ধ থাকুক আর্জি নেটিজেনদের
আজ অনুষ্ঠিত হতে চলেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশের প্রথম T20I ম্যাচ। আজ সন্ধে ৭ টা থেকে শুরু হবে ম্যাচ। কিন্তু ম্যাচ নিয়ে বেশ চিন্তিত নেটিজেনরা। দিল্লির দূষণ অস্বাভাবিক রূপ নিয়েছে। ধোঁয়াশায় ঢেকে গিয়েছে রাজধানী। মুখে মাস্ক পরে না বেরোলে শ্বাস নেওয়া দায়। এই অবস্থায় ম্যাচ চললে বল নাও দেখা যেতে পারে বলে আশঙ্কা নেটিজেনের। তাই তাঁদের একান্ত আর্জি ম্যাচটি বন্ধ রাখা হোক।
নতুন দিল্লি, ৩ নভেম্বর: আজ অনুষ্ঠিত হতে চলেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) ভারত বনাম বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম T20I ম্যাচ। আজ সন্ধে ৭ টা থেকে শুরু হবে ম্যাচ। কিন্তু ম্যাচ নিয়ে বেশ চিন্তিত নেটিজেনরা। দিল্লির দূষণ (Delhi Pollution) অস্বাভাবিক রূপ নিয়েছে। ধোঁয়াশায় ঢেকে গিয়েছে রাজধানী (Capital)। মুখে মাস্ক পরে না বেরোলে শ্বাস নেওয়া দায়। এই অবস্থায় ম্যাচ চললে বল নাও দেখা যেতে পারে বলে আশঙ্কা নেটিজেনদের। তাই তাঁদের একান্ত আর্জি ম্যাচটি বন্ধ রাখা হোক।
বৃষ্টি হলে পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে আশ্বাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু শনিবার বিকেলে হালকা বৃষ্টি রাজধানী দিল্লির (Delhi) দূষণের ( Air pollution) পরিস্থিতি বদলায়নি এতটুকু। বরং আরও মারাত্মক হয়েছে ধোঁয়াশা। ফের ৬০০ ছাড়িয়েছে বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (Air Quality Index), দূষণের পরিভাষায় যা মারাত্মক ক্ষতিকর। আজ সকালে দুষণের মাত্রা আরও বেড়েছে। আরও পড়ুন, ভারত বনাম বাংলাদেশ প্রথম টি ২০, জেনে নিন কেমন থাকবে দিল্লির আবহাওয়া, পিচ রিপোর্ট
গতকাল ৪০৭ থেকে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই বেড়ে হয়েছে ৬২৫। যার কারণে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমেছে। দৃশ্যমান্যতা কম থাকার কারণে শহরে যান চলাচলে প্রভাব ফেলেছে। দিল্লির পাশ্ববর্তী এলাকাগুলির পরিস্থিতিও ভালো নয়। নয়ডায় (Noida) মঙ্গলবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে। এদিকে আগামীকাল থেকেই দিল্লিতে লাগু হচ্ছে 'অড-ইভেন' পদ্ধতি (Odd-Even scheme)। দিল্লির দূষণ নিয়ে পঞ্জাব বা হরিয়ানা থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই দুই রাজ্যে কৃষকদের খড় পোড়ানোর কারণেই প্রতিবার শীতকালে দিল্লি এবং আশপাশের অঞ্চলে দূষণের মাত্রা চরমে ওঠে।