Champions Trophy 2025: হাইব্রিড মডেলে রাজী পাকিস্তান ক্রিকেট! দুবাই/ শারজায় হবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ

বিভিন্ন রিপোর্টে প্রকাশিত খবর অনুসারে, সংযুক্ত আরব আমিরশাহীতে ম্যাচ আয়োজনের জন্য ভারতের দাবিতে রাজি হয়েছে পিসিবি। এমন সিদ্ধান্তের পেছনে কারণ মূলত রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ। যে কারণে ভারত সরকার রোহিত শর্মার দলকে পাকিস্তান সফরের অনুমতি দেবে না।

IND vs PAK (Photo Credit: Cricket Pakistan/ X)

ICC Champions Trophy 2025: পাকিস্তান ক্রিকেট ইউ-টার্ন নিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) হাইব্রিড মডেলে রাজি হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত খবর অনুসারে, সংযুক্ত আরব আমিরশাহীতে ম্যাচ আয়োজনের জন্য ভারতের দাবিতে রাজি হয়েছে পিসিবি। এমন সিদ্ধান্তের পেছনে কারণ মূলত রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ। যে কারণে ভারত সরকার রোহিত শর্মার দলকে পাকিস্তান সফরের অনুমতি দেবে না। ২০২৩ সালে পাকিস্তানের আয়োজিত এশিয়া কাপ ছিল শেষ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত টুর্নামেন্ট। সেখানে ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। পিসিবির একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, 'পিসিবি মনে করছে, ভারত সরকার পাকিস্তান সফরে ছাড়পত্র না দিলেও সূচিতে সামান্য রদবদল করা যেতে পারে।' বিসিসিআই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। মনে করা হচ্ছে জয় শাহ আইসিসির প্রধান হলে বিসিসিআই এই সিদ্ধান্ত নেবে। Champions Trophy 2025: ভারতীয় সমর্থকদের জন্য সহজ ভিসা, চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিশেষ প্রতিশ্রুতি পিসিবি চেয়ারম্যানের

পিসিবি সূত্র পিটিআইকে আরও জানিয়েছে যে তাঁদের বোর্ড ইতিমধ্যে তারা কয়েক মাস আগে যে সূচি পাঠিয়েছিল সেই নিয়ে আইসিসির সাথে আলোচনা করছে। ১১ নভেম্বর একই সূচি ঘোষণা করতে চায় তারা। আইসিসিও জানিয়েছে, যেহেতু সংশোধিত বাজেট নিয়ে ব্যাক-আপ প্ল্যান তৈরি হয়ে গেছে, তাই সম্ভাব্য সূচি প্রকাশে দেরি করার কোনো মানে হয় না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে তাদের উপস্থিতি নিশ্চিত করতে বিসিসিআইকে চাপ দিতেও আইসিসিকে জানিয়েছে পিসিবি। পিসিবি চায় বিসিসিআই তাদের সরকারের কাছ থেকে অনুমতি পেলে বা না পাঠাতে পারলে লিখিত রিপোর্ট দিক। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি আর করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এদিকে নিরাপত্তার কারণে ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজন করা হয়েছে।