PAK 'A' vs NEP, ACC Emerging Asia Cup Live Streaming: পাকিস্তান 'এ' বনাম নেপাল, ইমার্জিং এশিয়া কাপ, সরাসরি দেখবেন যেখানে
ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তান 'এ' বনাম নেপালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টায়
শ্রীলঙ্কায় শুরু হয়েছে এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপের পঞ্চম আসর। চার বছর পর ফিরেছে এই টুর্নামেন্ট। বাংলাদেশে অনুষ্ঠিত আগের আসরের ফাইনালে আয়োজক দলকে হারিয়ে বিজয়ী হয়েছিল পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের 'এ' দলের সঙ্গে এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের তিনটি দল সংযুক্ত আরব আমিরাত এ, ওমান 'এ' এবং নেপালের জাতীয় দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। রাউন্ড রবিন লড়াইয়ের জন্য দলগুলিকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল ৫০ ওভারের টুর্নামেন্টের সেমিফাইনালে যাবে। আগামী ২৩ জুলাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের একমাত্র দিবা-রাত্রির ফাইনাল। IND A vs UAE A, ACC Emerging Asia Cup Live Streaming: ভারত 'এ' বনাম সংযুক্ত আরব আমিরাত 'এ', ইমার্জিং এশিয়া কাপ, সরাসরি দেখবেন যেখানে
নেপাল একাদশ: রোহিত পাউডেল (অধিনায়ক), অর্জুন সৌদ ( উইকেটরক্ষক), আসিফ শেখ ( উইকেটরক্ষক), কুশল ভুর্তেল, গুলসান ঝা, সোমপাল কামি, প্রতিশ জিসি, দেব খানাল, সন্দীপ জোরা, কুশল মল্লা, ললিত রাজবংশী, ভীম শারকি, পবন সরফ, সূর্য তামাং, কিশোর মাহাতো, শ্যাম ধাকাল।
পাকিস্তান 'এ' দল: মহম্মদ হারিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওমাইর বিন ইউসুফ (সহ-অধিনায়ক), আমাদ বাট, আরশাদ ইকবাল, হাসিবুল্লাহ, কামরান গোলাম, মেহরান মুমতাজ, মুবাসির খান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, কাসিম আকরাম, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহনওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।
কখন থেকে শুরু হবে পাকিস্তান 'এ' বনাম নেপাল, ইমার্জিং এশিয়া কাপ?
ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তান 'এ' বনাম নেপালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান 'এ' বনাম নেপাল, ইমার্জিং এশিয়া কাপ?
পাকিস্তান 'এ' বনাম নেপাল, ইমার্জিং এশিয়া কাপ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান 'এ' বনাম নেপাল, ইমার্জিং এশিয়া কাপ?
পাকিস্তান 'এ' বনাম নেপাল, ইমার্জিং এশিয়া কাপ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেলে।