Paarl Royals vs Pretoria Capitals, SA20 Live Streaming: পার্ল রয়্যালস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন এসএ২০ ২০২৩-এর পার্ল রয়্যালস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালসের জেনে নিন

Bjorn Fortuin (Photo Credit: Paarl Royals/ Twitter)

২২ জানুয়ারি রবিবার এসএ২০(SA20) ১৮ নম্বর ম্যাচে মুখোমুখি হবে পার্ল রয়্যালস (Paarl Royals) ও প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals)। ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্লের বোল্যান্ড পার্কে (Boland Park, Paarl)। ওয়েন পার্নেলের (Wayne Parnell) নেতৃত্বাধীন ক্যাপিটালস ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ২০ জানুয়ারি কুইন্টন ডি ককের (Quinton de Kock) নেতৃত্বে ডারবানের সুপার জায়ান্টদের (Durban’s Super Giants) বিরুদ্ধে আট উইকেটে জয় লাভ করে। ডেভিড মিলারদের (David Miller) নেতৃত্বে রয়্যালস ৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের তলানিতে। ২১ জানুয়ারি রশিদ খানের (Rashid Khan) এমআই কেপ টাউনের (MI Cape Town) কাছে ১৩ রানে হেরে আজ ম্যাচ খেলতে নামবে তারা।

কবে, কোথায় আয়োজিত হবে পার্ল রয়্যালস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালসের খেলা?

২১ জানুয়ারি,পার্লের বোল্যান্ড পার্কে (Boland Park, Paarl) পার্ল রয়্যালস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে পার্ল রয়্যালস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালসের খেলা?

এসএ২০ ২০২৩-এর পার্ল রয়্যালস বনাম প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।