North Zone vs North East Zone, Day 4 Duleep Trophy Live Streaming: উত্তরাঞ্চলের বিপক্ষে জয়ের জন্য উত্তর-পূর্বাঞ্চলের প্রয়োজন ৬০৮ রান, সরাসরি দেখবেন যেখানে
উত্তরাঞ্চল- ৫৮০/৮ (ডিক্লেয়ার) ও ২৫৯/৬ (ডিক্লেয়ার); উত্তর-পূর্বাঞ্চল- ১৩৪ ও ৫৮/৩, পিছিয়ে ৬০৮ রানে
ভারতের ঘরোয়া ক্রিকেটের দলীপ ট্রফির আয়োজন করেছে বেঙ্গালুরু। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তৃতীয় দিনে জয়ের জন্য ৬৬৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে উত্তর-পূর্বাঞ্চল ৩ উইকেটে ৫৮ রান করে। এর আগে পুলকিত নারাগ ও সিদ্ধার্থ কাউলের তিন উইকেটের দাপটে প্রথম ইনিংসে ১৩৪ রানে গুটিয়ে যায় উত্তর-পূর্বাঞ্চল। নীলেশ লামিচানির ৪৪ রান ছিল তাদের ইনিংসের একমাত্র উল্লেখযোগ্য ইনিংস। এরপর উত্তরাঞ্চল ফলো-অন প্রয়োগ না করার সিদ্ধান্ত নেয় এবং ম্যাচে দ্বিতীয়বারের মতো ঘোষণা করার আগে ৬ উইকেটে দ্রুত ২৫৯ যোগ করে। সেখানে অঙ্কিত কুমার, প্রভসিমরান সিং ও জয়ন্ত যাদব দ্রুত হাফ সেঞ্চুরি করেন। উত্তর-পূর্বাঞ্চলের জয়ের জন্য এখনও প্রয়োজন ৬০৮ রানের বিশাল পাহাড়। East Zone vs Central Zone, Day 4 Duleep Trophy Live Streaming: ৬ উইকেট খুইয়ে বিপাকে পূর্বাঞ্চল, জয়ের জন্য প্রয়োজন ২৩১ রান, সরাসরি দেখবেন যেখানে
কবে, কোথায় আয়োজিত হবে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, দলীপ ট্রফি ২০২৩?
১ জুলাই বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium, Bengaluru) দলীপ ট্রফিতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের চতুর্থ দিনে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল।
কখন থেকে শুরু হবে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, দলীপ ট্রফি ২০২৩?
২০২৩ দলীপ ট্রফিতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চলের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ অনলাইনেও সরাসরি সম্প্রচার করা হবে না। বিসিসিআই ডোমেস্টিকে ম্যাচের খবর জানা যাবে।