Los Angeles Knight Riders vs Seattle Orcas, MLC Live Streaming: লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বনাম সিয়াটল অর্কাস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বনাম সিয়াটল অর্কাসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১০ঃ০০টায়

Los Angeles Knight Riders (Photo Credit: LAKR/ Twitter)

মেজর লিগ ক্রিকেট ২০২৩ টুর্নামেন্টের ১২ নম্বর ম্যাচে ২৩ জুলাই মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও সিয়াটল অর্কাস। খেলাটি নর্থ ক্যারোলাইনার মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ওয়েন পার্নেলের নেতৃত্বে ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে অর্কাস। তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। কিন্তু পরের দুই ম্যাচ থেকে লাভ করার মতো উৎসাহ এখনও তাদের আছে। আগের ম্যাচে ফাফ ডু প্লেসিসের টেক্সাস সুপার কিংসকে আট উইকেটে হারিয়েছে তারা। অন্যদিকে, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স আগেই ছিটকে গিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে চারটি ম্যাচ হেরেছে সুনীল নারাইনের দল। আগের ম্যাচে ওয়াশিংটন ফ্রিডমের কাছে ছয় উইকেটে হেরেছিল তারা। আন্দ্রে রাসেল ৩৭ বলে ৭০ রান করলেও তার প্রচেষ্টা ব্যর্থ হয়। Saurabh Netravalkar, MLC 2023: ৯ রানে ছয় উইকেট! দেখুন, মেজর লিগ ক্রিকেটে সৌরভ নেত্রভালকরের আগুন বোলিং

কবে, কোথায় আয়োজিত হবে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বনাম সিয়াটল অর্কাস?

২৩ জুলাই মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে (Church Street Park, Morrisville) মেজর লিগ ক্রিকেটে মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও সিয়াটল অর্কাস।

কখন থেকে শুরু হবে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বনাম সিয়াটল অর্কাস?

মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বনাম সিয়াটল অর্কাসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১০ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বনাম সিয়াটল অর্কাস?

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বনাম সিয়াটল অর্কাস ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ (Sports18) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বনাম সিয়াটল অর্কাস?

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স বনাম সিয়াটল অর্কাস অনলাইনে সরাসরি বিনামূল্যে দেখা যাবে জিও সিনেমাতে।