Kolkata Knight Riders vs Mumbai Indians: টসে জিতে ফিল্ডিং নিল কলকাতা নাইট রাইডার্স
আজ আইপিএল (IPL 2020) অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আবু ধাবিতে (Sheikh Zayed Stadium) প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কলকাতার, ব্যাটিং করবে মুম্বই।
আজ আইপিএল (IPL 2020) অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আবু ধাবিতে (Sheikh Zayed Stadium) প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কলকাতার, ব্যাটিং করবে মুম্বই।
হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহিত শর্মা মতো ক্রিকেটারদের উপস্থিতিতে আজকের ম্যাচে ওভার বাউন্ডারির বন্যা বইতে পারে। মঙ্গলবার রাতেই ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব শেষ হচ্ছে নাইট শিবিরের ইয়ন মরগ্যান, প্যাট কামিন্স এবং টম ব্যান্টনের। তাই পুরো দমে মাঠে নামতে তৈরি শাহরুখ খানের দল।
কেকেআরের একাদশ: সুনীল নারিন, শুভমান গিল, নীতীশ রানা, নিখিল নায়ক, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি।
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্ডিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরা।
গত মরসুম পর্যন্ত কেকেআর বনাম এমআই ২৫টি ম্যাচ হয়েছে। তার মধ্যে কেকেআর জিতেছে ৬টি ম্যাচে। মুম্বই জিতেছে ১৯টিতে। তাই এই ম্যাচে খানিকটা এগিয়েই শুরু করবে রোহিত শর্মার দল।