Kishore Bhimani Passes Away: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি (Kishore Bhimani)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। করোনা আক্রান্ত হওয়ার পর কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর স্ত্রী রীতা ভিমানি ও ছেলে গৌতম ভিমানি বর্তমান।
কলকাতা, ১৫ অক্টোবর: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি (Kishore Bhimani)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। করোনা আক্রান্ত হওয়ার পর কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর স্ত্রী রীতা ভিমানি ও ছেলে গৌতম ভিমানি বর্তমান।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রীড়া জগতে।
খ্যাতিমান এই সাংবাদিক ২০১৩ সালে মিডিয়া এবং ধারাভাষ্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছিলেন। ‘দ্য স্টেসম্যান’ পত্রিকার সঙ্গে তিনি দীর্ঘদিন কর্মসূত্রে যুক্ত ছিলেন। পাশাপাশি, ঔপন্যাসিক হিসেবেও কিশোর ভিমানি প্রশংসা পেয়েছিলেন। তাঁর শেষ প্রকাশিত উপন্যাস ‘দ্য অ্যাক্সিডেন্টাল গডম্যান’ বহুলপাঠ্য হয়ে উঠেছিল।
কিশোর ভিমানির প্রয়াণে টুইটারে নিজস্ব হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি লিখেছেন, ‘বিদায় কিশোর ভিমানি। ক্রিকেট সাংবাদিক ও কলকাতাপ্রেমী।’