Kapil Dev Kidnap Video: কপিল দেবের অপহরণ হওয়ার রহস্য ফাঁস, দেখুন ভিডিয়ো

এবার ফাঁস হল কপিল দেবকে অপহরণ করার আসল রহস্য।

এবার ফাঁস হল কপিল দেবকে অপহরণ করার আসল রহস্য। গতকাল, সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োয় দেখা যায় ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ অধিনায়ক কপিল দেবকে মুখে কাপড় বেধে, হাতে দড়ি দিয়ে ধরে নিয়ে যাচ্ছেন কয়েক জন। অবশ্য দেখেই মনে হচ্ছিল, কোনও শ্যুটিংয়ের অংশ এটি।

আজ, মঙ্গলবার ডিজনি+হটস্টার-এর বিজ্ঞাপনে ফাঁস হল আসল রহস্য। বিজ্ঞাপনটিতে দেখানো হয়, গ্রামবাসীরা কপি দেবকে অপহরণ করেছেন এই শর্তে যে বিশ্বকাপের সময় যাতে কারেন্ট না যায়। তখন কপিলকে উদ্ধারে আসা পুলিশ অফিসার গ্রামবাসীদের বলেন, কারেন্ট গেলে কী হয়েছে মোবাইলে ডিজনি+হটস্টারে দেখে নিও বিশ্বকাপের খেলা। মোবাইলে একেবারে বিনামূল্যে বিশ্বকাপ দেখতে পাবে। তখন অপহরণকারীদের মধ্যে একজন পুলিশ অফিসরাকে পাল্টা বলেন, ডেটার টাকা কে দেবে? কপিলের তখন মুখে কাপড়, হাত-পা বাঁধা চেয়ারের সঙ্গে। পুলিশ অফিসার জানান, ডেটা সেভার মোডে বিশ্বকাপ দেখতে পাবে, যাতে একেবারে নামমাত্র ডেটা খরচ হবে। সেটা শুনে আশ্বস্ত হয়ে কপিলকে ছাড়তে রাজি হন গ্রামবাসীরা।

দেখুন ভিডিয়ো

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি, হিন্দি, বাংলা সহ নানা ভাষায় সরাসরি সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের সব ম্যাচ। মোবাইলে বিনামূল্যে ডিজনি+হটস্টারে সরসারি খেলা দেখানো হবে। তবে ট্যাব, ল্যাপটপ, স্মার্ট টিভিতে দেখতে হবে টাকা খরচ করে সাবস্ক্রিপশন নিয়ে দেখতে হবে বিশ্বকাপের খেলা।

জিও সিনেমা অ্যাপ যেভাবে বিশ্বকাপ ফুটবলের সব খেলা স্মার্ট টিভি বা ল্যাপটপেও বিনামূল্যে দেখিয়েছিল, তেমনটা ক্রিকেট বিশ্বকাপের ক্ষেত্রে করছে না হটস্টার। ডিজনি+হটস্টারের বার্ষিক সাবস্ক্রিপশন নিতে খরচ হয় ৮৯৯ টাকা (সুপার প্ল্য়ান)। আর মাসিক প্ল্যান নিলে খরচ পড়বে ২৯৯ টাকা। ডিজনি+হস্টস্টারের প্রিমিয়াম প্ল্যান এক বছরে ১৪৯৯ টাকা। তবে সুপার প্ল্যান নিলেই বিশ্বকাপ স্মার্টি টিভি বা ল্যাপটপে দেখা যাবে। অবশ্য মোবাইলে দেখতে হলে কোনও খরচ লাগবে না।