Joburg Super Kings vs Sunrisers Eastern Cape, SA20 Live Streaming: জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন এসএ২০ ২০২৩-এর জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ জেনে নিন

Sunrisers Eastern Cape (Photo Credit: Sunrisers Eastern Cape/ Twitter)

৫ ফেব্রুয়ারি, রবিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম (The Wanderers Stadium, Johannesburg) এসএ২০ (SA20) লিগের ২৭ তম ম্যাচে মুখোমুখি হবে জোবার্গ সুপার কিংস (Joburg Super Kings) ও সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape)। এই মুহূর্তে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আজকের আয়োজকরা। একটি জয় তাদের দু'নম্বরে নিয়ে যেতে পারে। অন্যদিকে এইডেন মার্করামের (Aiden Markram) দল যদি জয় পায় তাহলে পয়েন্ট টেবিলের দু'নম্বর স্থান শক্ত করতে পারবে। উল্লেখ্য, দুই দলই এই ম্যাচে নামবে তাদের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর। এদিকে, প্রথম লিগে সানরাইজার্সকে পাঁচ উইকেটে হারিয়ে শীর্ষে উঠে এসেছে জোবার্গ সুপার কিংস।

কবে, কোথায় আয়োজিত হবে জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের খেলা?

৫ ফেব্রুয়ারি, রবিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম (The Wanderers Stadium, Johannesburg) জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের খেলা?

এসএ২০ ২০২৩-এর জোবার্গ সুপার কিংস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।