IPL Auction 2025 Live

Jay Shah: BCCI সর্বময় কর্তা থেকে ICC চেয়ারম্যান নির্বাচিত জয় শাহ, ক্রিকেট বিশ্বের দায়িত্বে অমিত শাহ পুত্র

বিসিসিআই থেকে একেবারে সোজা আইসিসি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পুত্র জয় শাহ এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র চেয়ারম্যান নির্বাচিত হলেন।

Jay Shah (Photo Credit: T20 World Cup/ X)

মুম্বই, ২৭ অগাস্ট: পাঁচ বছরের মধ্যে বিসিসিআইয়ের সর্বময় কর্তা থেকে একেবারে বিশ্ব ক্রিকেটের প্রধান দায়িত্বে জয় শাহ (Jay Shah)। মাত্র ৩৬ বছর বয়েসে আইসিসি-র চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুত্র। সবচেয়ে কম বয়েসে আইসিসি-র প্রধান দায়িত্বে বসার নজির গড়লেন শাহ। বিসিসিআই থেকে একেবারে সোজা আইসিসি। অমিত শাহ-র পুত্র জয় শাহ এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র চেয়ারম্যান নির্বাচিত হলেন। একবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি-র সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন জয় শাহ। আগামী পয়লা ডিসেম্বর থেকে আইসিসি-র চেয়ারম্যান পদে বসবেন শাহ। এখন আইসিসি-র চেয়ারম্যান পদে আছেন নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে। তাঁর জায়গায় বিশ্ব ক্রিকেটের দায়িত্ব সামলাবেন BCCI-র বর্তমান সচিব জয় শাহ।

২০১৯ সালে বিসিসিআই-য়ের সচিব হয়েছিলেন অমিত শাহ পুত্র। আর পাঁচ বছরের মধ্যে একেবারে আইসিসি-র চেয়ারম্যান নির্বাচিত হলেন। অতীতে এন শ্রীনাবাসন, শশাঙ্ক মনোহরের মত ভারতীয়রা আইসিসি-র চেয়ারম্যানের দায়িত্ব সামলেছিলেন। এবার পালা অমিত শাহ পুত্র-র। জয় শাহ-র আমলে বিসিসিআইয়ের ধন ভাণ্ডার ফুলেফেঁপে ওঠে। দেশের মহিলা ক্রিকেটে বেশ কিছু উন্নয়ন হয়। ক মাস আগে ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপও জেতে। তবে নিজের বাবা অমিত শাহ-র জন্যই যে তিনি ক্রিকেটের এত বড় প্রশাসক পদে বসলেন সেটা বলাই বাহুল্য। আরও পড়ুন-অবিকল নারিনের অ্যাকশনে বল করছেন নাইট নেতা শ্রেয়স আইয়ার, দেখুন ভিডিয়ো

আইসিসির নতুন চেয়রাম্যান নির্বাচিত হলেন জয় শাহ

পয়লা ডিসেম্বর থেকে আইসিসি-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন জয় শাহ। বিসিসিআই সচিবের পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পদেও আছেন জয় শাহ। জয় শাহ-কে আইসিসির ১৬ জনের মধ্যে ১৫ জনই সমর্থন করেছিলেন। তিনি মনোনয়ন জমা দেওয়ার পর ঠিক হয়ে যায় এবার আর কোনও ভোটাভুটি হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে বসবেন শাহ। এবার জয় শাহ-র পরিবর্তে বিসিসিআইয়ের নতুন সচিব হতে পারেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির ছেলে রোহন জেটলি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ম সংস্থা আইসিসি-র সবচেয়ে বড় আসন হল চেয়ারম্যান। ২০১৪ সাল থেকে নয়া নিয়মে আইসিসি-র প্রেসিডেন্ট পদের আর কোনও গুরুত্ব নেই। ২০১৪ সালে আইসিসি-র প্রথম চেয়ারম্যান হয়েছিলেন এন শ্রীনিবাসন। বছর দেড়েক ক্ষমতায় থাকার পর শ্রীনিবাসন সরলে তাঁর জায়গায় আইসিসি-র চেয়ারম্যান পদে বসেন শশাঙ্ক মনোহর। প্রায় পাঁচ বছর সেই পদে থাকার পর মেয়াদ শেষে সরতে হয় শশাঙ্ক মনোহর-কে। তারপর মাস চারেক অন্তর্বর্তী চেয়ারম্যান পদে বসেন সিঙ্গাপুরের ইমরান খোয়াজা। তারপর ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে আইসিসি-র চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে। এরপর চলতি বছর পয়লা ডিসেম্বর থেকে আইসিসি-র সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে বসবেন জয় শাহ।