IPL Mega Auction Live: দেখুন আইপিএলের নিলামের সরাসরি আপডেট
সৌদি আরবের জেড্ডা-তে শুরু হল আইপিএলের মেগা নিলাম। ইপিএলের ১০ ফ্র্য়াঞ্চাইজি দলগুলি নিলামের আসর থেকে ক্রিকেটারদের কিনছেন।
পারথে বুমরাদের অসাধারণ পারফরম্যান্স দেখে উঠেই দেশের ক্রিকেটপ্রেমীদর নজর এখন আইপিএলের নিলামের দিকে। শ্রেয়স আইয়ার থেকে ঋষভ পন্থ, জোস বাটলার, ফিল সল্ট-দের কারা কত টাকায় কেনে সে দিকেই সবার নজর।
নিলামে এখনও পর্যন্ত সবচেয়ে বেশী দামে বিক্রি হয়েছেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। দিল্লি থেকে বেরিয়ে নিলামে আসা পন্থ-কে রেকর্ড ২৭ কোটি টাকায় কিনল সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়েন্টস। আইপিএলের নিলামে এর আগে কোনও ক্রিকেটার এত দাম পাননি। পন্থ যেমন দিল্লি ছেড়ে লখনৌয়ে গেলেন, তেমন লখনৌ ছেড়ে দিল্লি ক্যাপিটালসে গেলেন কেএল রাহুল। ১৪ কোটি টাকায় লোকেশ রাহুল-কে কিনল দিল্লি।
দেখুন কারা কত টাকায় কোন ফ্র্য়াঞ্চাইজিতে বিক্রি হলেন
প্রতি তিন বছরে একবার আয়োজিত হয় মেগা নিলাম। এবার আইপিএলে মেগা নিলামে মোট ৫৭৭ জন ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে ৩৬৭ জন ভারতীয় এবং ২১০ জন বিদেশী ক্রিকেটার। আইপিএলের মেগা নিলামে বিদেশি ক্রিকেটারদের জন্য ৭০টি সহ সর্বোচ্চ ২০৪টি স্লট পূরণ করা হবে। মাত্র দু'জন আনক্যাপড খেলোয়াড়কে ধরে রাখার পরে পঞ্জাব কিংসের সবচেয়ে বেশি ১১০.৫ কোটি টাকার পার্স এবং সর্বাধিক ফাঁকা স্লট (২৩) রয়েছে। প্রতিটি দল তাদের স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন এবং সর্বনিম্ন ১৮ জন খেলোয়াড় রাখতে পারবে। যে দলগুলি সর্বাধিক ছয়টি (পাঁচটি ক্যাপড বা দুটি আনক্যাপড) থেকে কম খেলোয়াড় ধরে রেখেছে তাদের মেগা নিলামে আরও রাইট-টু-ম্যাচ (আরটিএম) কার্ড এবং একটি ভারী পার্স রয়েছে।