IPL 2021 Tickets: আজ থেকেই মিলবে আইপিএল-র টিকিট, জানুন কী ভাবে, কোথা থেকে টিকিট কাটবেন?
আগামী রবিবার ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমির শাহিতে (UAE) শুরু হতে চলেছে আইপিএল-র (IPL 2021) দ্বিতীয় লেগ। দু’বছর পর মাঠে ঢুকে খেলা দেখার অনুমতি পেয়েছেন দর্শকরা। তবে গোটা স্টেডিয়াম ভর্তি থাকবে না। দ্বিতীয় লেগের ম্যাচগুলিতে থাকতে পারবেন কিছু সংখ্যক দর্শক। কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক দর্শকাসন ভরানো হবে।
আগামী রবিবার ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমির শাহিতে (UAE) শুরু হতে চলেছে আইপিএল-র (IPL 2021) দ্বিতীয় লেগ। দু’বছর পর মাঠে ঢুকে খেলা দেখার অনুমতি পেয়েছেন দর্শকরা। তবে গোটা স্টেডিয়াম ভর্তি থাকবে না। দ্বিতীয় লেগের ম্যাচগুলিতে থাকতে পারবেন কিছু সংখ্যক দর্শক। কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক দর্শকাসন ভরানো হবে। যদিও কত শতাংশ দর্শকাসন ভরানো হবে, তা জানানো হয়নি বিসিসিআই-র তরফে। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল-র দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। সেই খেলা থেকেই পুরো আইপিএলে দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন।
কী ভাবে টিকিট কাটবেন:
দর্শকরা আইপিএল-এর ওয়েবসাইট iplt20.com অথবা PlatinumList.net-র মাধ্যমে খেলার টিকিট কাটতে পারবেন। টিকিট দেওয়া শুরু হবে আজ বৃহস্পতিবার ভারতীয় সময় সাড়ে ১২টা থেকে।
কোভিডের কারণে চলতি বছর ভারতে টুর্নামেন্ট মাঝপথে বন্ধ হয়ে যায়। সংযুক্ত আরব আমিরশাহিতে বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। দুবাই, শারজা ও আবু ধাবিতে এই ম্যাচগুলি খেলা হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল-র দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।