IPL 2021 Player Auction: ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে বসবে আইপিএল নিলামের আসর

আইপিএল (IPL 2021) ১৪ তম মরশুমের আগে বসবে প্লেয়ারদের নিলামের আসর৷ ১৮ ফেব্রুয়ারি বসবে এই মিনি নিলামের আসর (Ipl 2021 mini auction)৷ আজ জানিয়ে দিল আইপিএল। ১৭ ফেব্রুয়ারি চেন্নাই ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শেষ হবে। তাই পরের দিন ১৮ তারিখ বেছে নেওয়া হয়েছে এই নিলামের জন্য।

IPL 2020 winners (Photo Credits: @IPL/Twitter)

আইপিএল (IPL 2021) ১৪ তম মরশুমের আগে বসবে প্লেয়ারদের নিলামের আসর৷ ১৮ ফেব্রুয়ারি বসবে এই মিনি নিলামের আসর (Ipl 2021 mini auction)৷ আজ জানিয়ে দিল আইপিএল। ১৭ ফেব্রুয়ারি চেন্নাই ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শেষ হবে। তাই পরের দিন ১৮ তারিখ বেছে নেওয়া হয়েছে এই নিলামের জন্য।

নিলাম ছাড়াও আইপিএল দেশের মাটিতেই হবে নাকি বিদেশে হবে সেটাও ঠিক করা হবে কয়েকদিনের মধ্যেই। ডোমেস্টিক ম্যাচ শুরু হওয়ার ফলে বিসিসিআই বুঝতে পারবে দেশে এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব কি না। যদি সেটা সম্ভব না হয় তবে সংযুক্ত আরব আমিরশাহি হাতে থাকছেই। তবে মুস্তাক আলি টুর্নামেন্ট শেষ হওয়ার পরই ছবিটা পরিষ্কার হয়ে যাবে আদৌ দেশে আইপিএল আয়োজন সম্ভব কি না। আরও পড়ুন: Kerala Blasters FC vs Jamshedpur FC: আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্স অফসি ও জামশেদপুর এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ফ্রাঞ্চাইজিগুলি খেলোয়াড়দের রিলিজ ও রিটেন করার শেষ তারিখ ছিল আগামী ২০ জানুয়ারী ছিল। এখন ট্রেডিং উইন্ডো আগামী ৪ ফেব্রুয়ারি অবধি চলবে।