IPL Auction 2021 Live Updates: জেনে নিন কোন খেলোয়াড়কে কত দামে কিনল কোন দল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম (IPL Auction 2021)। নিলামের আসর বসেছে চেন্নাইতে। ২৯২ জনেরও বেশি খেলোয়াড় নিলামে উঠবেন। এটা মিনি নিলাম, তাই অনেক দিকই মাথায় রাখতে হচ্ছে দলগুলিকে। যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি এই মরশুমের আইপিএল দেশেই হবে নাকি বিদেশে। যদি ধরে নিই আইপিএল দেশেই হচ্ছে তবুও দলগুলি নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে পারবে না। কারণ সেই করোনাভাইরাস মহামারী। নিলামের জন্য দলগুলিকে সম্প্রতি হওয়া কয়েকটি টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্সে চোখ রাখতে হবে। মু্স্তাক আলি ট্রফি, বিগ ব্যাশ লিগ সহ অন্য একদিনের টুর্নামেন্ট থাকছে দলগুলির নজরে। এই নিলামে কয়েকজন খেলোয়াড় সর্বোচ্চ দরে বিক্রি হতে পারেন। তাঁদের জন্য ঝাঁপাতে পারে সব দলগুলিই, তাই দরও বাড়তে পারে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম (IPL Auction 2021)। নিলামের আসর বসেছে চেন্নাইতে। ২৯২ জনেরও বেশি খেলোয়াড় নিলামে উঠবেন। এটা মিনি নিলাম, তাই অনেক দিকই মাথায় রাখতে হচ্ছে দলগুলিকে। যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি এই মরশুমের আইপিএল দেশেই হবে নাকি বিদেশে। যদি ধরে নিই আইপিএল দেশেই হচ্ছে তবুও দলগুলি নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে পারবে না। কারণ সেই করোনাভাইরাস মহামারী। নিলামের জন্য দলগুলিকে সম্প্রতি হওয়া কয়েকটি টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্সে চোখ রাখতে হবে। মু্স্তাক আলি ট্রফি, বিগ ব্যাশ লিগ সহ অন্য একদিনের টুর্নামেন্ট থাকছে দলগুলির নজরে। এই নিলামে কয়েকজন খেলোয়াড় সর্বোচ্চ দরে বিক্রি হতে পারেন। তাঁদের জন্য ঝাঁপাতে পারে সব দলগুলিই, তাই দরও বাড়তে পারে।
কোন ক্রিকেটারকে কোন দলে
- অর্জুন তেন্ডুলকরকে ২০ লাখে কিনল মুম্বই ইন্ডিয়ান্স
- আকাশ সিংকে ২০ লাখে কিনল রাজস্থান
- পবন নেগীকে ২০ লাখে দলে নিল কেকেআর
- ভেঙ্কটেশ আইয়ারকে কিনল কেকেআর
- ২ কোটি টাকায় হরভজন সিংহকে কিনল কলকাতা নাইট রাইডার্স
- কেদার যাদবকে ২ কোটি টাকায় কিনল চেন্নাই সুপার কিংস
- করুণ নায়ারকে ৫০ লাখ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স
- ২০ লাখ টাকায় সৌরভ কুমারকে কিনল প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস
- যুদ্ধবীর চড়ককে ২০ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স
- মার্কো জেসনকে ২০ লাখ টাকায় কিনল মুম্বই।
- কে ভগত বর্মাকে ২০ লাখ টাকায় কিনল সিএসকে
- জিমি নিশামকে ৫০ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স
- কুলদীপ যাদবকে ২০ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস
- ২০ লাখ টাকায় এম হরিশঙ্কর রেড্ডিকে নিল চেন্নাই সুপার কিংস
- সুয়েশ প্রভুদেশাইকে ২০ লাখ টাকায় কিনল আরসিবি
- লিয়াম লিভিংস্টোনকে ৭৫ লাখে কিনল রাজস্থান রয়্যালস
- ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে ৪ কোটি ৮০ লাখে কিনল আরসিবি
- ফ্যাবিয়ান অ্যালেনকে ৭৫ লাখে কিনল পাঞ্জাব কিংস
- ২০ লাখে বৈভব অরোরাকে কিনল কলকাতা নাইট রাইডার্স
- ৩০ লাখে জালাজ সাক্সেনাকে কিনল পাঞ্জাব
- ৪ কোটি ২০ লাখে মোয়েস হেনরিক্সকে কিনল পাঞ্জাব কিংস
- টম কুরানকে ৫.২৫ কোটিতে কিনল দিল্লি ক্যাপিটালস
- ১৫ কোটিতেে কাইল জেমিসনকে কিনল ব্যাঙ্গোলোর
- ৫০ লাখে চেতেশ্বর পূজারাকে কিনল চেন্নাই সুপার কিংস
- দল পেলেন না ড্যারেন ব্র্যাভো
- কে সি কারিয়াপ্পা ২০ লাখে কিনল রাজস্থান
- ৩০ লাখে জে সুচিথকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ
- ২০ লাখে এম সিদ্ধার্থকে কিনল দিল্লি
- ৮ কোটিতে রিলে মেরিডিথকে কিনল পাঞ্জাব কিংস
- ১ কোটি ৪০ লাখ টাকায় চেতন সাকারিয়াক কিনল রাজস্থান রয়্যালস
- ২০ লাখে লুকমান মেরিওয়ালাকে কিনল দিল্লি
- ২০ লাখে মহম্মদ আজহারউদ্দিনকে কিনল আরসিবি
- ২০ লাখে শেলডন জ্যাকসনকে কিনল কেকেআর
- ২০ লাখে দিল্লি ক্যাপিটালসে গেলেন বিষ্ণু বিনোদ
- ৯.২৫ কোটিতে কে গৌতমকে কিনল চেন্নাই সুপার কিংস
- শাহরুখ খানকে ৫.২৫ কোটিতে কিনল পাঞ্জাব কিংস
- রিপাল প্যাটেলকে ২০ লাখে কিনল দিল্লি ক্যাপিটালস
- রজত পাতিদারকে ২০ লাখে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
- ২০ লাখে সচিন বেবিকে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
- পীযূষ চাওলাকে ২.৪০ কোটিতে কিনল মুম্বই ইন্ডিয়ান্স
- ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংকে কোনও দল কিনল না
- ভারতীয় দলের পেসার উমেশ যাদবকে ১ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস
- নাথান কুল্টার নাইলকে ৫ কোটি টাকায় কিনল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স
- পাঞ্জাব কিংস অস্ট্রেলিয়ার ঝায়ে রিচার্ডসনকে ১৪ কোটি টাকায় দলে নিল
- ১ কোটি টাকায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কিনল রাজস্থান রয়্যালস
- অ্যাডাম মিলনেকে নিয়ে ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স
- অ্যালেক্স কেরি, স্যাম বিলিংস এবং কুসাল পেরেরা অবিক্রিত
- ১.৫ কোটিতে পাঞ্জাব কিংসে দাউদ মালান
- এখনও পর্যন্ত সর্বোচ্চ দর, ১৬.২৫ কোটিতে রাজস্থান রয়্যালসে ক্রিস মরিস
- ৪.৪ কোটিতে শিবম দুবেকে কিনল রাজস্থান রয়্যালস
- ইংল্যান্ডের স্পিনার মইন আলিকে ৭ কোটিতে কিনল চেন্নাই সুপার কিংস
- ৩.২ কোটিতে শাকিব অল হাসানকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স
- কেদার যাদবকে কোনও দল কিনল না
- ১৪.২৫ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে গ্লেন ম্যাক্সওয়েল
- ১ কোটির বেস প্রাইসে থাকা হনুমা বিহারিকে কিনল না কোনও দল
- ১ কোটির বেস প্রাইসে থাকা ্অ্যারন ফিঞ্চকে কিনল না কোনও দল
- এভিন লুইসকে কিনল না কোনও দল
- ২ কোটি ২০ লাখে দিল্লি ক্যাপিটালসে স্টিভ স্মিথ
- ২ কোটির বেস প্রাইসে থাকা জেসন রয়কে কিনল না কোনও দল
- দেড় কোটির বেস প্রাইসে থাকা অ্যালেক্স হেলসকে কিনল না কোনও দল
- ৫০ লাখের বেস প্রাইসে থাকা করুণ নায়ারক কোনও দল কিনল না
- আইপিএল ২০২১-র টাইটেল স্পনসর হল ভিভো
আইপিএল নিলামে যে দুটি দল সব থেকে বেশি অর্থ নিয়ে নেমেছে তারা হল কিংস ইলেভেন পাঞ্জাব (৫৩.২ কোটি) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩৫.৪ কোটি)। তাই তারা চাইবে বেশি টাকা খরচ করে সেরা খেলোয়াড়দের ঘরে তুলতে। সাইরাইজার্স হায়দরাবাদের মতো কেকেআর কেবলমাত্র ১০.৭৫ কোটি হাতে নিয়ে প্লেয়ার কিনতে নামবে। যা আটটি দলের মধ্যে সর্বনিম্ন বাজেট। এদিকে, নিলামে একজন ক্রিকেটারের সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা। ভারতের হরভজন সিং এবং কেদার যাদব সহ এই তালিকায় রয়েছেন ১০ জন ক্রিকেটার। অন্যরা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, সাকিব অল হাসান, মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রায় এবং মার্ক উড। এদিকে, অন্য দেড় কোটি বেস প্রাইসের তালিকায় রয়েছেন ১২ জন। পরের তালিকায়, এক কোটি বেস প্রাইসে রয়েছেন হনুমা বিহারী এবং উমেশ যাদব সহ ১১ জন।