IPL 2020 Schedule of Kolkata Knight Riders: আইপিএলে কোন কোন দিনে খেলবে কেকেআর, জেনে নিন এক ক্লিকে

আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে আইপিএল (IPL 2020)। লীগের প্রায় সব দলই আসন্ন মরশুমের জন্য তাদের শিডিউল প্রকাশ করেছে। দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (KKR) তদের সূচি প্রকাশ করেছে। কেকেআরের আইপিএল অভিযান শুরু ৩১ মার্চ। বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে বেঙ্গালুরুতে। গ্রুপ পর্বে কেকেআরের শেষ ম‌্যাচ ১৫ মে ইডেনে। নাইট রাইডার্স ৩১ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিপক্ষে তাদের প্রচার শুরু করবে। প্রথম রাউন্ডে নাইট রাইডার্সের শেষ ম্যাচ আছে ১৫ মে। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে নাইটরা। মজার বিষয় হচ্ছে, ১৪টি ম্যাচের মধ্যে কেকেআর-র মাত্র ২টি ম্যাচ বিকেল ৪টে থেকে শুরু হবে।

(Photo Credits: IANS)

আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে আইপিএল (IPL 2020)। লীগের প্রায় সব দলই আসন্ন মরশুমের জন্য তাদের শিডিউল প্রকাশ করেছে। দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (KKR) তদের সূচি প্রকাশ করেছে। কেকেআরের আইপিএল অভিযান শুরু ৩১ মার্চ। বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে বেঙ্গালুরুতে। গ্রুপ পর্বে কেকেআরের শেষ ম‌্যাচ ১৫ মে ইডেনে। নাইট রাইডার্স ৩১ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিপক্ষে তাদের প্রচার শুরু করবে। প্রথম রাউন্ডে নাইট রাইডার্সের শেষ ম্যাচ আছে ১৫ মে। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে নাইটরা। মজার বিষয় হচ্ছে, ১৪টি ম্যাচের মধ্যে কেকেআর-র মাত্র ২টি ম্যাচ বিকেল ৪টে থেকে শুরু হবে।

গত মরশুমে লীগ টেবিলে পঞ্চম স্থানে শেষ করে ট্রফি জিততে ব্যর্থ হয় কেকেআর। ১৪টি ম্যাচের মধ্যে ৬টি-তে জেতে তারা। আইপিএল ২০২০-র নিলামে কেকেআর অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্সকে ১৫.৫০ কোটি টাকার রেকর্ড মূল্যে কিনেছে। আরও পড়ুন: IPL 2020: প্রকাশিত আইপিএলের সূচি, প্রথম ম্যাচেই মুখোমুখি ধোনি-রোহিত

এক নজরে কেকেআর-র সূচি:



@endif