IPL 2020 Players Auction: কলকাতায় আইপিএল নিলাম, জেনে নিন কোন দল কোন ক্রিকেটারকে কিনল

IPL 2020 Players Auction-কলকাতায় প্রথমবার বসেছে আইপিএল নিলামের (IPL 2020 Players Auction) আসর। ১৮৬ জন ভারতীয়, ১৪৩ জন বিদেশি ও তিন জন আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার মিলিয়ে মোট ৩৩২ জনের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা। কিন্তু পরে সংখ্যা বাড়িয়ে করা হয় ৩৩৮ জন। তবে এর মধ্যে ৭৩ জন ক্রিকেটারকে আজ দলে নেওয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ইতিমধ্যে দল পেয়ে গেছেন একাধিক ক্রিকেটার।

আইপিএল ট্রফি (Photo Credits: IANS)

কলকাতা, ১৯ ডিসেম্বর: IPL 2020 Players Auction-কলকাতায় প্রথমবার বসেছে আইপিএল নিলামের (IPL 2020 Players Auction) আসর। ১৮৬ জন ভারতীয়, ১৪৩ জন বিদেশি ও তিন জন আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার মিলিয়ে মোট ৩৩২ জনের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা। কিন্তু পরে সংখ্যা বাড়িয়ে করা হয় ৩৩৮ জন। তবে এর মধ্যে ৭৩ জন ক্রিকেটারকে আজ দলে নেওয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ইতিমধ্যে দল পেয়ে গেছেন একাধিক ক্রিকেটার।

একনজরে আইপিএল নিমাম-কোন দলে কোন ক্রিকেটার

  • ১ কোটি টাকার বেস প্রাইসের টম কুরানকে তৃতীয় বারে নিল রাজস্থান রয়্যালস
  • ইসুরু উদানাকে ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে নিল আরসিবি
  • নিখিল নায়ককে নিল কেকেআর। ২০ লক্ষ টাকার বেস প্রাইসেই
  • প্রথম দু’বারে কেউ নেয়নি। তৃতীয় বারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিল ডেল স্টেনকে। বেস প্রাইস দুই কোটি টাকাতেই নেওয়া হল তাঁকে।
  • মার্কাস স্টোয়নিস প্রথম বারে আনসোল্ড ছিলেন। দ্বিতীয় বারে বেস প্রাইস ১ কোটি টাকা থেকে দর উঠল চার কোটি ৮০ লক্ষ টাকা। তাঁকে নিল দিল্লি ক্যাপিটালস
  • দ্বিতীয় বার নিলামে উঠেও আনসোল্ড ডেল স্টেন, কুসল পেরেরা
  • মোহিত শর্মাকে নিল দিল্লি ক্যাপিটালস, ৫০ লক্ষ টাকায়
  • কেসরিক উইলিয়ামস আনসোল্ড থাকলেন
  • প্রভীন তাম্বেকে নিল কেকেআর। বেস প্রাইস ২০ লক্ষ টাকাতে
  • ম্যাট হেনরি, ওশানে থমাস আনসোল্ড রইলেন
  • কেন রিচার্ডসনকে নিয়ে লড়াইয়ে জিতল আরসিবি। বেস প্রাইস ছিল ১.৫০ কোটি টাকা। দর উঠল ৪ কোটি টাকা
  • তিন কোটি টাকায় ক্রিস জর্ডন গেলেন কিংস ইলেভেন পঞ্জাবে
  • টম কুরান, জেসন হোল্ডার আনসোল্ড থাকলেন
  • এক কোটি টাকায় টম ব্যান্টনকে নিল কেকেআর
  • জোশ ফিলিপ ব্যাঙ্গালোরে, মহসিন খান মুম্বইয়ে। দু’জনেই ২০ লক্ষ টাকার বেস প্রাইসে
  • ক্রিস গ্রিনকে নিল কেকেআর। বেস প্রাইস ২০ লক্ষ টাকাতেই
  • সন্দীপ বাভানকা ২০ লক্ষ টাকায় গেলেন সানরাইজার্সে
  • জোশ হ্যাজলেউড দুই কোটি টাকায় গেলেন চেন্নাই সুপার কিংসে
  • মুস্তাফিজুর রহমান, মার্ক উড, আলজারি জোসেফ থাকলেন আনসোল্ড
  • নিশামকে ৫০ লক্ষ টাকায় নিল কিংস ইলেভেন পঞ্জাব
  • আন্দিলে ফেহলুকায়ো, কলিন মুনরো, ঋষি ধাওয়ান, বেন কাটিং আনসোল্ড থাকলেন
  • মিচেল মার্শকে দুই কোটি টাকায় নিল সানরাইজার্স
  • মার্কাস স্টোয়নিস থাকলেন আনসোল্ড
  • কলিন ইনগ্রাম, মার্টিন গাপ্টিল, কার্লোস ব্রাথওয়েট থাকলেন আনসোল্ড
  • মনোজ তিওয়ারি থাকলেন আনসোল্ড
  • সৌরভ তিওয়ারিকে ৫০ লক্ষ টাকায় নিল মুম্বই ইন্ডিয়ান্স।
  • ডেভিড মিলারকে ৭৫ লক্ষ টাকায় নিল রাজস্থান রয়্যালস।
  • ইভিন লুইস থাকলেন আনসোল্ড
  • শিমরন হেটমায়ারের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ৭.৭৫ কোটিতে নিল দিল্লি ক্যাপিটালস
  • নুর আহমেদ আনসোল্ড থাকলেন
  • ২০ লক্ষ টাকা বেস প্রাইসের রবি বিষ্ণোইকে দুই কোটিতে নিল কিংস ইলেভেন পঞ্জাব
  • এম সিদ্ধার্থকে ২০ লক্ষ টাকায় নিল কলকাতা
  • বাংলার ঈশান পোড়েলকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় নিল কিংস ইলেভেন পঞ্জাব
  • কার্তিক ত্যাগীকে ১.৩০ কোটি টাকায় নিল রাজস্থান রয়্যালস
  • আকাশ সিংকে ২০ লক্ষ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস
  • কে এস ভরত আনসোল্ড থাকলেন
  • অনুজ রাওয়াতকে ৮০ লক্ষ টাকায় নিল রাজস্থান রয়্যালস
  • যশস্বী জয়সওয়ালের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ২.৪০ কোটি টাকায় নিল রাজস্থান রয়্যালস
  • বরুণ চক্রবর্তীকে ৪ কোটি টাকায় নিল কলকাতা। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা
  • দীপক হুডাকে ৫০ লক্ষ টাকায় নিল কিংস ইলেভেন পঞ্জাব
  • প্রিয়ম গর্গের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ১.৯০ কোটি টাকায় নিল সানরাইজার্স হায়দরাবাদ
  • বিরাট সিংয়ের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ১.৯০ কোটি টাকায় নিল সানরাইজার্স হায়দরাবাদ
  • রাহুল ত্রিপাঠিকে ৬০ লক্ষ টাকায় নিল কলকাতা
  • ইশ সোধি, অ্যাডাম জাম্পা, হেডেন ওয়ালশ জুনিয়র— তিন লেগস্পিনারই আনসোল্ড থাকলেন
  • ৬.৭৫ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে গেলেন পীযূষ চাওলা
  • শেলডন কটরেলের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁর দর উঠল ৮.৫০ কোটি টাকা। নিল কিংস ইলেভেন পঞ্জাব আরও পড়ুন: Sourav Ganguly Reacts Over Sana Ganguly: সানার পোস্ট সত্যি নয়! দাবি সৌরভ গাঙ্গুলির
  • টিম সাউদি আনসোল্ড থাকলেন
  • অস্ট্রেলিয়ার পেসার নেথান কুল্টার নাইলের দর উঠল আট কোটি টাকা। নিল মুম্বই ইন্ডিয়ান্স, বেস প্রাইস ছিল এক কোটি টাকা
  • জয়দেব উনাদকাটের দর উঠল তিন কোটি টাকা। তাঁকে নিল রাজস্থান রয়্যালস। বেস প্রাইস ছিল এক কোটি টাকা
  • ডেল স্টেইন আনসোল্ড
  • শেই হোপ আনসোল্ড
  • মুশফিকুর রহিম আনসোল্ড থাকলেন
  • হেইনরিখ ক্লাসেন আনসোল্ড থাকলেন
  • অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। তাঁকে দুই কোটি ৪০ লক্ষ টাকায় নিল দিল্লি ক্যাপিটালস
  • ক্রিস মরিসকে ১০ কোটি টাকায় নিল আরসিবি। বেস প্রাইস ছিল ১.৫০ কোটি টাকা
  • স্যাম কুরানকে ৫.৫০ কোটি টাকায় নিল চেন্নাই সুপার কিংস
  • ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিংসকে নিল কলকাতা
  • ক্রিস ওকসকে ১.৫ কোটি টাকায় নিল দিল্লি ক্যাপিটালস
  • ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে নিল কিংস ইলেভেন পঞ্জাব
  • অ্যারন ফিঞ্চকে নিল আরসিবি। বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। ৪ কোটি ৪০ লক্ষ টাকায় নিল কোহালির দল
  • হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা আনসোল্ড থাকলেন
  • রবিন উথাপ্পাকে নিল রাজস্থান রয়্যালস। ১.৫ কোটি টাকা বেস প্রাইস ছিল তাঁর। তিন কোটি টাকা দর উঠল তাঁর
  • ইওন মর্গ্যানকে নিল কলকাতা। পাঁচ কোটি ২৫ লক্ষ টাকায় নেওয়া হল তাঁকে। বেস প্রাইস ছিল দুই কোটি টাকা
  • ক্রিস লিন। তাঁকে বেস প্রাইস দুই কোটি টাকাতেই নিল মুম্বই ইন্ডিয়ান্স

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now