IPL 2020 Live Streaming Online for KKR Fans: চ্যাম্পিয়নের খেতাব জিততে প্রস্তুতি তুঙ্গে কেকেআরের; কীভাবে দেখবেন পছন্দের টিমের ম্যাচ? জানুন বিস্তারিত
আইপিএলে তৃতীয়বার চ্যাম্পিয়ন খেতাব পেতে লড়াইয়ের মুখোমুখি হতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ২৩ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ানসের বিপক্ষে নামবে কেকেআর। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম ম্যাচ ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হব। মুখোমুখি থাকবে মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলে (IPL 2020) তৃতীয়বার চ্যাম্পিয়ন খেতাব পেতে লড়াইয়ের মুখোমুখি হতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২৩ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ানসের বিপক্ষে নামবে কেকেআর। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম ম্যাচ ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হব। মুখোমুখি থাকবে মুম্বই ইন্ডিয়ান্স।
কেকেআর-র প্রথম রাউন্ডের ম্যাচ ১ নভেম্বর, ২০২০-র মধ্যে হয়ে হয়ে যাওয়ার কথা। মুখোমুখি থাকবে রাজস্থান রয়্যালস। আইপিএল-এর ম্যাচগুলি হবে আবু ধাবি, শারজা ও দুবাইয়ে হবে। কেকেআরের বেশিরভাগ ম্যাচই খেলা হবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। কেকেআরে অধিনায়কত্ব করবেন দীনেশ কার্তিক, ইয়ন মর্গান, আন্দ্রে রাসেল, ক্রিস গ্রিন, শিবম মাভি, কমলেশ নাগারকটি, লকি ফার্গুসন, প্যাট ক্যামিন্স, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়র্স, কুলদীপ যাদব, টন ব্যানটম, শুভমন গিল। এবার ম্যাচ খেলছেন না কেকেআরের বোলার হ্যারি গার্নি। তাঁর পরিবর্তে পাওয়া গেছে আমেরিকার ফাস্ট বোলার (American Fast Bowler) পাকিস্তান বংশোদ্ভূত আলী খানকে (Ali Khan)। এবারের আকর্ষণ থাকবে তাঁর ওপরও। আরও পড়ুন, হ্যারি গার্নির পরিবর্তে কেকেআরের টিমে দেখা যাবে সিপিএলের বোলার পাকিস্তান বংশোদ্ভূত মার্কিন নিবাসী আলী খানকে
কেকেআরের অনুরাগীরাদের মধ্যে ইতিমধ্যে খোঁজাখুঁজি চলছে কীকরে দেখা যাবে ম্যাচ? তাদের জন্য পছন্দের টিমের খেলা দেখতে হলে চোখ রাখতে হবে ষ্টার স্পোর্টস (Star Soprts)ও ষ্টার স্পোর্টস ১ বাংলায় (Star Sports 1 Bangla)। অনালাইনে ম্যাচ দেখতে হলে ডিজনি প্লাস হটস্টার (Disney+ HotStar), ষ্টার নেটওয়ার্কের লাইভ (Star Network Live) চ্যানেলেও ম্যাচ দেখা যাবে।
প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স আইপিএলে ১৭৩টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ৯২ ম্যাচে। হেরেছে ৮২ ম্যাচে, টাই হয়েছে ৩টি ম্যাচ। ৪টি ম্যাচের কোনও ফলাফল হয়নি। জেতার হার ৫১.৮৬ শতাংশ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)