IPL Auction 2025 Live

India vs West Indies T20: ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে T20 খেলবে ভারত, শিখর ধাওয়ানের বদলে মাঠে নামছেন সঞ্জু স্যামসন

আর দিন-তিনেকের অপেক্ষা। ডিসেম্বরেই শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি (India vs West Indies T20) ম্যাচ। এছাড়া একদিনের সিরিজ তো রয়েছেই। দুই ক্ষেত্রেই লড়াই হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের। তবে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওই সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামছেন না শিখর ধাওয়ান। তবে তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন সঞ্জু স্যামসন।

শিখর ধাওয়ানের বদলে মাঠে নামছেন সঞ্জু স্যামসন (Photo Credits: Getty and Instagram)

নতুন দিল্লি, ২৭ নভেম্বর: আর দিন-তিনেকের অপেক্ষা। ডিসেম্বরেই শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি (India vs West Indies T20) ম্যাচ। এছাড়া একদিনের সিরিজ তো রয়েছেই। দুই ক্ষেত্রেই লড়াই হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের। তবে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওই সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামছেন না শিখর ধাওয়ান। তবে তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন সঞ্জু স্যামসন।

বিসিসিআইয়ের তরফে এর কারণ দর্শীয়ে বলা হয়েছে হাঁটুতে চোট পাওয়ার কারনেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের বাইরে থাকছেন বাঁ-হাতি এই ওপেনার। এর আগেও সইদ মুস্তাক আলি ট্রফিতেও খেলার সময় বাঁ-হাঁটুতে চোট পেয়ে ছিলেন ধাওয়ান (Shikhar Dhawan)। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ খুলেছিলেন দুঁদে ক্রিকেটার। জানিয়েছিলেন ৪-৫ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে সুরাটে জাতীয় অ্যাকাডেমির ফিজিয়ো আশিস কৌশিকের সঙ্গে আলোচনার পরে নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানান ধাওয়ানের সেরে উঠতে আরও সময় লাগবে। তাই তিনি আপাতত এই সিরিজে খেলছেন না। তাঁর পরিবর্তে মাঠে নামছেন সঞ্জু স্যামসন। আরও পড়ুন: Juventus vs Atletico Madrid Live Streaming Online: কোথায় দেখা যাবে জুভেন্টাস বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ? জেনে নিন এক ক্লিকে

উল্লেখ্য, বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধেও টি-টোয়েন্টিতে নজর কাড়তে পারেননি শিখর। তাই আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের সুযোগ হাতছাড়া হল বলেই মনে করছেন ক্রিকেট প্রেমীদের একাংশ।