টেস্টে তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক বুমরা-র, হনুমার অভিষেক সেঞ্চুরি-ইশান্তের প্রথম হাফ সেঞ্চুরিতে বড় জয়ের পথে ভারত

জামাইকা টেস্টে ভারতীয়দের দাপট। গতকাল, কিংস্টনের সাবাইনা পার্কে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিনে ঘটল তিনটি স্মরণীয় ঘটনা। ১) আন্তর্জাতিক ক্রিকেটে হনুমা বিহারি-র প্রথম সেঞ্চুরি, ২) ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর ইশান্ত শর্মা-র প্রথম হাফ সেঞ্চুরি, ৩) টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে জশপ্রীত বুমরা-র হ্যাটট্রিক।

বুমরা-র দুরন্ত হ্যাটট্রিক। (Photo Credits: Getty Images)

জামাইকা, ১ অগাস্ট: Jasprit Bumrah Takes Hat-Trick। জামাইকা টেস্টে ভারতীয়দের (Team India) দাপট। গতকাল, কিংস্টনের সাবাইনা পার্কে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিনে ঘটল তিনটি স্মরণীয় ঘটনা। ১) আন্তর্জাতিক ক্রিকেটে হনুমা বিহারি (Hanuma Vihari) -র প্রথম সেঞ্চুরি, ২) ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর ইশান্ত শর্মা (Ishant Sharma) -র প্রথম হাফ সেঞ্চুরি, ৩) টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে জশপ্রীত বুমরা-র হ্যাটট্রিক। এই তিন স্মরণীয় ঘটনার সৌজন্যে ভারত সিরিজ দ্বিতীয় তথা শেষ টেস্টে বড় জয়ের পথে। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ৪১৬ রানে অল আউট হওয়া পর, মাত্র ৩৩ ওভার বল করেই ৮৭ রানে ক্যারিবিয়ানদের ৭ উইকেট তুলে নিয়েছে। সৌজন্য বুমরা-র ১৬ রান দিয়ে ৬ উইকেটের অবিশ্বাস্য স্পেল।

দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ এখনও ৩২৯ রানে পিছিয়ে, হাতে এখন আর মাত্র ৩ উইকেট। বোঝাই যাচ্ছে ফলো অন হজম করা ক্যারিবিয়ানদের কপাল লেখা আছে।গতকাল ম্যাচের প্রথমার্ধটা হনুমা বিহারি-র নামে লেখা ছিল। গত টেস্টে ৯২ রানে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া হওয়া হনুমা জামাইকা তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরিটা করলেন। ১২ বছর আন্তর্জাতিক খেলার পর জীবনের ৯২ তম টেস্টে ইশান্ত শর্মা হাফ সেঞ্চুরি করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম হাফ সেঞ্চুরি করে ইশান্ত আউট হন ৫৭ রানে। হনুমা আউট হন ১১১ রানে। আরও পড়ুন-বৈশাখীকে অসম্মান করা হয়েছে, বিজেপি ছাড়ছেন শোভন চট্টোপাধ্যায়?

এরপর জবাবে ক্যারবিয়ানরা ব্যাট করতে নামলে জশপ্রীত বুমরা-র অবিশ্বাস স্পেল। হ্যাটট্রিক সহ বুমরা ১৬ রানে ৬ উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের স্কোর সেখানে ৮৭ রানে ৭ উইকেট। অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে ৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন বুমরা। মানে শেষ দুটি ইনিংস মিলিয়ে বুমরা ২৩ রান দিয়ে ১১ উইকেট নিয়েছেন। একেবারে অবিশ্বাস্য মনে হচ্ছে বুমরার বোলিং হিসেব। দুই ওপেনার ক্রেগ ব্রেথওয়েট (১০), ক্যাম্পবেল (২)-কে ফেরানো পর, ইনিংসের নবম ওভারে বুমরা আরও বিপজ্জনক হয়ে উঠে পরপর তিন বলে আউট করেন ডারেন ব্রাভো (৪), ব্রুকস (০), ও রস্টন চেজ (০)-কে। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে হরভজন সিং, ইরফান পাঠানের পর তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করলেন বুমরা। এশিয়ার বাইরে প্রথম ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়লেন বুম-বুম-বুম পেসার।

বুমরা-র আগুনে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ৯ রান থেকে ১৩ রানে ৪ উইকেট হারিয়েছিল। এরপর একমাত্র লড়াই করা শিরন হেটমায়ারকে (৩৪)-কে আউট করেন শামি। দিনের শেষের দিকে অধিনায়ক জেসন হোল্ডার (১৮)-কে আউট করে ক্যারিবিয়ানদের বিপদের কফিনে শেষ পেরেকটা পোঁতেন বুমরা।