India vs West Indies 1st ODI: আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে-তে নামছে বিরাট কোহলিরা
India vs West Indies 1st ODI 2019-টি-২০-তে সিরিজ জয়ের পর একদিনের ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মুখোমুখি হচ্ছে ভারত (India)। রবিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) প্রথম একদিনের ম্যাচ রয়েছে। তিনটি টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ জোর লড়াই দিয়েছে বিরাট কোহলিদের (Virat Kohli)। সিরিজ জিতলেও ভারতীয় দল একদিনের সিরিজে সতর্ক থাকবে। কারণ, দলে নেই প্রধান দুই খেলোয়াড় শিখর ধাওয়ান এবং ভুবনেশ্বর কুমার। চোটের কারণে দু'জনই সিরিজ থেকে বাদ পড়েছেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলাকালীন হাঁটুতে চোট পাওয়া ধাওয়ানের পরিবর্ত হিসেবে দলে এসেছেন ময়াঙ্ক আগরওয়াল। অন্যদিকে টি ২০ সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোটের কারণে একদিনের সিরিজ থেকে ছিটকে গেছেন ভুবনেশ্বর কুমার। বদলে দলে এসেছেন শার্দুল ঠাকুর। তবুও ঘরের মাঠে ক্যারিবিয়ানদের জোর লড়াই দেবে মেন ইন ব্লু। প্রথম একাদশ বাছতে অধিনায়ক বিরাট কোহলিকে বেশ ভাবনিচিন্তা করতে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
India vs West Indies 1st ODI 2019-টি-২০-তে সিরিজ জয়ের পর একদিনের ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মুখোমুখি হচ্ছে ভারত (India)। রবিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) প্রথম একদিনের ম্যাচ রয়েছে। তিনটি টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ জোর লড়াই দিয়েছে বিরাট কোহলিদের (Virat Kohli)। সিরিজ জিতলেও ভারতীয় দল একদিনের সিরিজে সতর্ক থাকবে। কারণ, দলে নেই প্রধান দুই খেলোয়াড় শিখর ধাওয়ান এবং ভুবনেশ্বর কুমার। চোটের কারণে দু'জনই সিরিজ থেকে বাদ পড়েছেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলাকালীন হাঁটুতে চোট পাওয়া ধাওয়ানের পরিবর্ত হিসেবে দলে এসেছেন ময়াঙ্ক আগরওয়াল। অন্যদিকে টি ২০ সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোটের কারণে একদিনের সিরিজ থেকে ছিটকে গেছেন ভুবনেশ্বর কুমার। বদলে দলে এসেছেন শার্দুল ঠাকুর। তবুও ঘরের মাঠে ক্যারিবিয়ানদের জোর লড়াই দেবে মেন ইন ব্লু। প্রথম একাদশ বাছতে অধিনায়ক বিরাট কোহলিকে বেশ ভাবনিচিন্তা করতে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
চেন্নাইয়ের পিচের অবস্থা বিবেচনা করে ভারত দুই স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে দলে রাখবে কি না তা দেখার। শুক্রবার ভারতের বোলিং কোচ ভরত অরুণ বলেন, "আমরা একটি আদর্শ সংমিশ্রনের দিকে তাকিয়ে রয়েছি। যা দলকে নিখুঁত ভারসাম্য দেবে। এছাড়া আগে একটি বিকল্প ছিল, যেখানে আমরা জাদেজাকে অলরাউন্ডার হিসাবে ব্যবহার করতে পারতাম। তবে আমাদের সামগ্রিক দিকে নজর দিতে হবে যাতে আমরা প্রথম একাদশ বাছাইয়ে ভারসাম্য রাখি।" আরও পড়ুন: Slapping Competition: এক চড়ে কোমায় চলে গেলেন চড় মারা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন!
অন্যদিকে টি ২০ সিরিজ হারের ক্ষতে মলম দিতে একদিনের সিরিজ জিততে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। তারাও ভারতীয়দের কঠিন লড়াই দেবে বলে মনে করা হচ্ছে। তবে ওয়ানডে-তে ওয়েস্ট ইন্ডিজ দল গত কয়েক বছরে ভালো খেলতে পারেনি। ২০১৪ সালের অগাস্ট থেকে ১৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেললেও একটিতেও জিততে পারেনি তারা। যদিও, এই বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ড্র করেছে তারা। যাইহোক, গত মাসে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারানোর পর সেই আত্মবিশ্বাস কাজে লাগাবে ক্যারিবিয়ানরা।
এর আগে যতবার ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে, তার মধ্যে দুটি দলই ৬২ বার করে জিতেছে। তবে গত এক দশকে দুই দলের পারফরম্যান্সের দূরত্ব বেড়েছে। ভারতীয় দল সেই দূরত্ব নিশ্চিয় আরও বাড়াতে চাইবে। এর আগে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ক্যারিবিয়ানরা। ভারত তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল।