India vs South Africa 3rd Test: রোহিতের শর্মার ডাবল সেঞ্চুরি, সেঞ্চুরি অজিঙ্কা রাহানেরও; রাঁচি টেস্টে বড় রানের পথে ভারত

India vs South Africa 3rd Test-রাঁচি (Ranchi) টেস্টে কেরিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি করলেন রোহিত শর্মা (Rohit sharma)। আর সেটাও এল ছক্কা মেরে। এর আগে শতরানেও ছয় মেরে পৌঁছেছিলেন তিনি। রোহিতের ডবল সেঞ্চুরি এল ২৪৯ বলে। একেবারে ঝড়ের গতিতে। এনিয়ে ২৪ তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ডবল সেঞ্চুরি করলেন 'হিটম্যান' রোহিত। সকালে ড্রিংকসের আগে সেঞ্চুরিতে পৌঁছেছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya rahane)। যা তাঁর টেস্ট কেরিয়ারের ১১তম শতরান। তাঁর সেঞ্চুরি এল ১৬৯ বলে, ১৪টি চার ও একটি ছয়ের সাহায্যে। মুম্বইকরের ইনিংসে মুগ্ধ বিশেষজ্ঞরা। দুই মুম্বইকর রোহিত-রাহানে জুটি অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ২৬৭ রান যোগ করেন। যার ফলে রাঁচি টেস্টে বড় রানের পথে ভারত।

রোহিত শর্মা (Photo Credits: IANS)

রাঁচি, ২০ অক্টোবর: India vs South Africa 3rd Test-রাঁচি (Ranchi) টেস্টে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন রোহিত শর্মা (Rohit sharma)। আর সেটাও এল ছক্কা মেরে। এর আগে শতরানেও ছয় মেরে পৌঁছেছিলেন তিনি। রোহিতের ডবল সেঞ্চুরি এল ২৪৯ বলে। একেবারে ঝড়ের গতিতে। এনিয়ে ২৪ তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন 'হিটম্যান' রোহিত। সকালে ড্রিংকসের আগে সেঞ্চুরিতে পৌঁছেছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya rahane)। যা তাঁর টেস্ট কেরিয়ারের ১১তম শতরান। তাঁর সেঞ্চুরি এল ১৬৯ বলে, ১৪টি চার ও একটি ছয়ের সাহায্যে। মুম্বইকরের ইনিংসে মুগ্ধ দর্শক থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। দুই মুম্বইকর রোহিত-রাহানে জুটি অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ২৬৭ রান যোগ করেন। যার ফলে রাঁচি টেস্টে বড় রানের পথে ভারত।

শনিবার তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন রোহিত শর্মা। এদিন সকালে প্রথম সেশনেই পৌঁছে গিয়েছিলেন দ্বিশতরানের দোরগোড়ায়। মধ্যাহ্নভোজের বিরতিতে ১৯৯ রানে থমকে ছিলেন তিনি। এই ফরম্যাটে তাঁর সর্বাধিক স্কোর এতদিন ছিল ১৭৭ রান। এই ইনিংসে তা টপকে গেলেন অনায়াসে। লাঞ্চের পর তৃতীয় ওভারেই ছয় মেরে পূর্ণ করলেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২১২ রানে ফিরলেন তিনি। কাগিসো রাবাডাকে মারতে গিয়ে ক্যাচ দিলেন এনগিডিকে। তাঁর ২৫৫ বলের ইনিংসে থাকল ২৮টি চার ও ছয়টি ছয়। আরও পড়ুন: সবথেকে বেশি ছক্কা হাঁকিয়ে রেকর্ড রোহিত শর্মার, কম আলোর কারণে বন্ধ হল প্রথম দিনের খেলা

রাঁচিতে প্রথম দিনে একসময় চাপে পড়ে যায় ভারত৷ ৩৯ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক বিরাট কোহলি৷ সেখান থেকে দলের হাল ধরেন এই দুই মুম্বইকর৷ গতকাল বৃষ্টির জন্য খেলা নির্ধাতিত সময়ের আগে বন্ধ হয়ে যায় ৷ ভারতের স্কোর তখন ৩ উইকেটে ২২৪ ৷ রোহিত অপরাজিত ছিলেন ১১৭ রানে ৷ আর রাহানে ব্যাট করছিলেন ৮৩ রানে ৷ আজ সকাল থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে শুরু করেন রোহি ৷ প্রথম জলপানের বিরতির আগেই দেড়শো রানে পৌঁছে যান তিনি। ১৯৯ বলে করেন ১৫০৷ পিছিয়ে ছিলেন না রাহানেও৷ প্রথম জলপানের আগেই তিনি সেঞ্চুরি করেন৷ শেষ পর্যন্ত ১১৫ রানে তিনি আউট হন।



@endif