India vs Pakistan, ICC Women's T20 World Cup 2023: কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ? জেনে নিন সময়, দল

রবিবার ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ঃ৩০টায় কেপ টাউনে ভারত বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং অনলাইনে সরাসরি ডিজনি + হটস্টারে।

IND W vs PAK W ICC Women's T20 World Cup (Photo Credit: AP/ Twitter)

১০ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে শুরু হচ্ছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Women's T20 World Cup)। দক্ষিণ আফ্রিকায় কেপ টাউনে আয়োজিত বিশ্বকাপে আগামী রবিবার ১২ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে ভারত। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলে হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন দল। অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেলেও বাংলাদেশকে ৫২ রানে হারায় তারা। এখন পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে চাই ভারতের মহিলা দল। ICC Women’s T20 World Cup 2023: জেনে নিন মহিলা টি-২০ বিশ্বকাপের পুরো সূচি, অতীত বিজয়ী এবং দল

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ইতিহাস

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ছয়বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। এর মধ্যে ভারত জিতেছে চারবার, পাকিস্তান দুইবার। ম্যাচের সাফল্য ভারতীয় দলের সঙ্গে আছে, কিন্তু পাকিস্তানেরও খেলোয়াড় আছে, যারা ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। এশিয়া কাপে শেষবার এই দুই দলের মুখোমুখি হয়।

ভারতের দল

হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, জেমিমা রডরিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, অঞ্জলি সরভানি, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পান্ডে।

পাকিস্তানের দল

বিসমাহ মারুফ (ক্যাপ্টেন), আইমেন আনোয়ার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, সাদাফ শামস, ফাতিমা সানা, জাভেরিয়া খান, মুনিবা আলী, নাশরা সান্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, সিদরা নওয়াজ, তুবা হাসান।

কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ?

রবিবার ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ঃ৩০টায় কেপ টাউনে ভারত বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং অনলাইনে সরাসরি ডিজনি + হটস্টারে।