India vs New Zealand 2nd T20 Live Streaming: কোথায়, কীভাবে, কখন দেখবেন ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ

সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত (India vs New Zealand 2nd T20)। ম্যাচটি ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন রাঁচি (Ranchi) ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবেতিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গিয়েছেন রোহিত শর্মারা। স্বাভাবিকভাবেই দ্বিতীয় টি-২০ ম্যাচ নিউজিল্যান্ডের সামনে সিরিজে টিকে থাকার লড়াই। অন্যদিকে, আজই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে চাইবেন দ্রাবিড়ের ছেলেরা। ফলে রাঁচিতে আজ আবারও এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

India vs New Zealand (Photo Credits: @ICC/Twitter)

সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত (India vs New Zealand 2nd T20)। ম্যাচটি ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন রাঁচি (Ranchi) ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবেতিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গিয়েছেন রোহিত শর্মারা। স্বাভাবিকভাবেই দ্বিতীয় টি-২০ ম্যাচ নিউজিল্যান্ডের সামনে সিরিজে টিকে থাকার লড়াই। অন্যদিকে, আজই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে চাইবেন দ্রাবিড়ের ছেলেরা। ফলে রাঁচিতে আজ আবারও এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

এর আগে টি-২০ ম্যাচে ১৮ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৯ বার, ভারত জিতেছে ৭ বার। ২টি ম্যাচের কোনও ফলাফল হয়নি। দুই দল এর আগে ভারতের মাঠে ৬ বার মুখোমুখি হয়েছে। ৩টি করে ম্যাচ জিতেছে দুই দলই। আরও পড়ুন: AB de Villiers Retires From Cricket: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন সাউথ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ কবে?

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর, ২০২১ শুক্রবার।

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ কখন থেকে শুরু হবে?

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় শুরু ম্যাচ। টস হবে ৬টা ৩০ মিনিটে।

কোথায় খেলা হবে এই ম্যাচ?

ম্যাচটি ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেএসসিএ) রাঁচি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে।

ভারতে কোন কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার?

স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচটি। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস-১ তামিল, স্টার স্পোর্টস-১ তেলেগু ও স্টার স্পোর্টস-১ কন্নড় চ্যানেলে।

অনলাইন স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+Hotstar অ্যাপ ও ওয়েবসাইটে।