England Beat India: চেন্নাইতে প্রথম টেস্টে ভারতকে হারিয়ে বাজিমাত ইংল্যান্ডের
চিপকের ঘূর্ণি উইকেটেও নিজের জাত চেনালেন ইংল্যান্ড বোলার জেমস অ্যান্ডারসন (England Beat India)। আরও একবার দেখালেন কত বড় মাপের বোলার তিনি। একইসঙ্গে বোঝালেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা। ইংল্যান্ড বোলারদের সামনে রীতিমত অসহায় দেখাল চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্থদের। এদিন ১৫ রান করে জ্যাক লিচের বলে আউট হন পূজারা। খাতা খোলার আগেই অজিঙ্ক রাহানেকে প্যাভিলিয়নে পাঠান জেমস অ্যান্ডারসন। সম্প্রতি শিরোনামে থাকা ঋষভ পন্থ-ও এদিন ব্যাট হাতে ব্যর্থ।
চিপকের ঘূর্ণি উইকেটেও নিজের জাত চেনালেন ইংল্যান্ড বোলার জেমস অ্যান্ডারসন (England Beat India)। আরও একবার দেখালেন কত বড় মাপের বোলার তিনি। একইসঙ্গে বোঝালেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা। ইংল্যান্ড বোলারদের সামনে রীতিমত অসহায় দেখাল চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্থদের। এদিন ১৫ রান করে জ্যাক লিচের বলে আউট হন পূজারা। খাতা খোলার আগেই অজিঙ্ক রাহানেকে প্যাভিলিয়নে পাঠান জেমস অ্যান্ডারসন। সম্প্রতি শিরোনামে থাকা ঋষভ পন্থ-ও এদিন ব্যাট হাতে ব্যর্থ। ১১ রানের ব্যক্তিগত স্কোরে তাঁকে আউট করেন জিমি অ্যান্ডারসনই। কিছুটা সফল ভারতীয় ওপেনার শুভমন গিল। সাতটি চার এবং একটি ছয়ের সহযোগে ৫০ রান করেন। আরও পড়ুন-WB Assembly Ellections 2021: উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সূচনা, বৃহস্পতিবার রাজ্যে আসছেন অমিত শাহ
অন্যদিকে, ৯ রানের ব্যক্তিগত স্কোরে রবিচন্দ্রন অশ্বিনকে প্যাভিলিয়নে ফেরান স্পিনার জ্যাক লিচ। সবশেষে ১৯২ রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। চেন্নাইতে প্রথম টেস্টে বড় জয় পায় ইংল্যান্ড। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ভারতের স্কোর ছিল ১৪৪/৬। এরপর কিছুটা লড়াই চালান ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি অর্ধশতরান করলেও শেষরক্ষা হয়নি। ৭২ রানের ব্যক্তিগত স্কোরে বেন স্টোক্সের বলে ক্লীন-বোল্ড হন তিনি।