India vs Australia 2nd Test 2020 Day 1: অশ্বিন –বুমরাহর ঝোরো বোলিংয়ের সামনে দিশেহারা অজি টপ অর্ডার, শূন্য রানে ফিরলেন স্টিভ স্মিথ

এমনিতেই দলে নেই অধিনায়ক বিরাট কোহলি। চোটের কারণে রিজার্ভ বেঞ্চে চেলে গিয়েছেন মহম্মদ শামি। তারপর বোঝার মতো মাথায় চেপে বসেছে অ্যাডিলেডের লজ্জাজনক হার। এমন পরিস্থিতিতে আজ বক্সিং ডে-তে মেলবোর্নে হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর পালা ভারতীয় ক্রিকেট দলের। শুরুতেই অজিদের টপ ব্যাটিং অর্ডারকে জাস্ট থমকে দিল বুমরাহ ও অশ্বিনের (Ravi Ashwin) দাপুটে বোলিং। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে দিনটা বোধহয় টম পেইনের নয়, বুমরাহর।

ভারত-বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ(Photo Credits: Twitter)

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর: এমনিতেই দলে নেই অধিনায়ক বিরাট কোহলি। চোটের কারণে রিজার্ভ বেঞ্চে চেলে গিয়েছেন মহম্মদ শামি। তারপর বোঝার মতো মাথায় চেপে বসেছে অ্যাডিলেডের লজ্জাজনক হার। এমন পরিস্থিতিতে আজ বক্সিং ডে-তে মেলবোর্নে হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর পালা ভারতীয় ক্রিকেট দলের। শুরুতেই অজিদের টপ ব্যাটিং অর্ডারকে জাস্ট থমকে দিল বুমরাহ ও অশ্বিনের (Ravi Ashwin) দাপুটে বোলিং। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে দিনটা বোধহয় টম পেইনের নয়, বুমরাহর।  তাই তো ২২ গজে দৌড় শুরু হতে না হতেই শূন্য রানে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার জো বার্ন্স। আরও পড়ুন-Mamata Banerjee Writes To Nobel laureate Amartya Sen: জমি বিতর্কে পাশে দাঁড়িয়ে অমর্ত্য সেনকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিনের ম্যাচে অধিনায়ক রাহানের ভূমিকা নজর কেড়ে নেয়। অজিদের প্রথমউইকেট পড়ার পর আর এক ওপেনার ম্যাথু ওয়েড একেবারে তেড়ে ব্যাটিং করছিলেন। পার্টনারশিপ গড়তে তিনি পাশে পেয়ে যান মার্নাশ লাবুশানেকে। উমেশ যাদবের বলে মারাকাটারি কয়েকটা শট খেলেন ম্যাথু ওয়েড। তখনই সিদ্ধান্ত নিতে দেরি করেননি রাহানে। তিনি নতুন বল ধরিয়ে পরের ওভারে বল করতে পাঠান সিরিজের সবথেকে সফল বোলার রবিচন্দ্রণ অশ্বিনকে। বক্সিং ডে-তে ঘরের মাঠে নতুন কিছু করার আশায় ততক্ষণে ঝুলিতে ৩০ রান পুরে ফেলেছেন ম্যাথু ওয়েড। তবে শেষরক্ষা হল না। ২২ গজে নেমেই তিনি আক্রমণাত্মক। প্রথমেই প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ম্যাথু ওয়েডকে। এরপর লাঞ্চের আগে তাঁর জন্যই শূন্য রানে ফিরতে হল স্টিভ স্মিথকে।

বলা বাহুল্য, লাঞ্চ বিরতির আগেই ৬৫ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট পড়ে গিয়েছে। বিরতির পরে প্রতিপক্ষের মিডল অর্ডারকে ধসিয়ে দিতে ভারতীয় বোলাররা কতটা আগ্রাসী পারফর্ম্যান্স করেন সেটাই এখন দেখার। তাহলে ঘরের মাঠে ফেভারিট থেকেও বক্সিং ডে-র শেষ হাসি হাসবে বিরাট কোহলি বিহীন ভারতীয় ক্রিকেট দল।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement