India C vs India D, Duleep Trophy Day 1 Scorecard: দলীপ ট্রফিতে শ্রেয়স আইয়ার দলে ব্যাটে, বলে সেরা অক্ষর প্যাটেলই

অক্ষরের সঙ্গে অর্শদীপ যোগ দিলে এই জুটি পরের ৯০ বলে ৯৪ রান করেন। অর্শদীপ ৪১ বলে ১৩ রানে আউট হন বিজয়কুমার বৈশাখের বলে এবং অক্ষর ১১৮ বলে ৮৬ রানে আউট হলে ভারত ডি ইনিংসের সমাপ্তি ঘটে ১৬৪ রানে।

Axar Patel (Photo Credit: BCCI Domestic/ X)

India C vs India D, Duleep Trophy Day 1 Scorecard: দলীপ ট্রফি ২০২৪ (Duleep Trophy 2024)-এর প্রথম রাউন্ডের ম্যাচে অনন্তপুরের রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়ামে টিম 'সি' টিম 'ডি' এর মুখোমুখি হয়েছে। টিম 'সি' দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং শ্রেয়স আইয়ার টিম 'ডি' এর নেতৃত্ব দিচ্ছেন। অনন্তপুরে প্রথম সেশনে ভারত 'ডি' সাত উইকেট হারিয়ে বিপাকে পড়লে প্রথম সেশনে ৫২ বলে ২০ রান করে অক্ষর দলকে কিছুটা উদ্ধারের চেষ্টা করেন। বিজয়কুমার বৈশাখের বলে শ্রেয়স আইয়ার মাত্র ৯ রানে এবং দেবদত্ত পাড্ডিকল শূন্য রানে আউট হলে প্রথম সেশনেই অক্ষরের ভরসায় স্কোর ৭ উইকেটে ৭৬ হয়ে যায়। অক্ষর প্যাটেল প্রায় একাই খেলেন এবং ভারত 'ডি'-কে ১৬৪ রানে নিয়ে যান। Axar Patel Explosive Batting Video: দেখুন, দলীপ ট্রফিতে অসামান্য ব্যাটিংয়ে ১ ওভারে ১৭ রান অক্ষর প্যাটেলের

অক্ষরের সঙ্গে অর্শদীপ যোগ দিলে এই জুটি পরের ৯০ বলে ৯৪ রান করেন। অর্শদীপ ৪১ বলে ১৩ রানে আউট হন বিজয়কুমার বৈশাখের বলে এবং অক্ষর ১১৮ বলে ৮৬ রানে আউট হলে ভারত ডি ইনিংসের সমাপ্তি ঘটে ১৬৪ রানে। এরপর ব্যাট করতে নেমে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৫ রানে এবং সাই সুদর্শন ৭ রানে হর্ষিত রানার বলে আউট হয়ে ফিরে যান বাকি দুই উইকেট নেন অক্ষর প্যাটেল।

ভারত 'সি' বনাম ভারত 'ডি' স্কোরকার্ড