IND XI Against BAN, Super 8: বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ সুপার এইটে ম্যাচ দুবের পরিবর্তে খেলবেন সঞ্জু?
কঠোর সফরসূচি সত্ত্বেও, অধিনায়ক রোহিত শর্মা, তার ওপেনিং পার্টনার বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসন এবং রিজার্ভ বোলার খলিল আহমেদ এই অধিবেশনে উপস্থিত ছিলেন।
অ্যান্টিগার নর্থ সাউন্ডে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) সেমিফাইনালে জায়গা সুরক্ষিত করতে চাইবে ভারত। বৃহস্পতিবার বার্বাডোজে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ পর্বের পর নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখে ভারতীয় দল। শুক্রবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন সেশনের আয়োজন করে টিম ম্যানেজমেন্ট। কঠোর সফরসূচি সত্ত্বেও, অধিনায়ক রোহিত শর্মা, তার ওপেনিং পার্টনার বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসন এবং রিজার্ভ বোলার খলিল আহমেদ এই অধিবেশনে উপস্থিত ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ছন্দ খুঁজে পেতে হিমশিম খাওয়া রোহিত ও কোহলি এই সুযোগকে কাজে লাগিয়েছেন নিজেদের খেলায় কাজ করার জন্য। কোচিং স্টাফের রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোর ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন। IND Wearing Black Armbands, IND vs AFG: বিশ্বকাপে আফগান বধে রোহিতদের হাতে কালো আর্মব্যান্ড, কিন্তু কেন?
সূত্রের খবর, এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা না পাওয়া স্যামসন একই নেটে রোহিতের সঙ্গে ব্যাট করেছেন। দ্রাবিড় এবং রোহিত স্যামসনের নেট সেশনটি মন দিয়ে পর্যবেক্ষণ করেন এবং তারপরে তাঁকে পরামর্শ দেন। সেই থেকে আন্দাজ করা যায় যে, ভারত স্যামসনকে শনিবার বাংলাদেশের বিপক্ষে আসন্ন ম্যাচে খেলার সুযোগ দিতে পারে। এখনও পর্যন্ত বিশ্বকাপে শিবম দুবের খারাপ ফর্ম তাঁকে প্লেয়িং ইলেভেন থেকে ছিটকে দিতে পারে। চার ম্যাচে ৮৩ স্ট্রাইক রেটে ৪৪ রান করতে পেরেছেন তিনি। ৫৩ বলে মাত্র দুটি ছক্কা হাঁকিয়েছেন দুবে। এই দুবের সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগের কথা মাথায় রেখে ভারত স্যামসনকে দলে নিতে পারে। তবে এর অর্থ হবে একজন বাঁহাতি ব্যাটসম্যানকে বিসর্জন দেওয়া, যা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং।