IND-W vs SA-W 3rd T20I Live Streaming: পিছিয়ে থেকে সিরিজে হার বাঁচাতে নামলেন স্মৃতি-হ্যারিরা, বিনামূল্যে কীভাবে দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা মহিলাদের টি২০ ম্যাচ

চেন্নাইয়ে ফিরে আসার লড়াইয়ে নামল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চলতি টি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর, রবিবার সিরিজের দ্বিতীয় খেলাটি বৃষ্টিতে ভেস্তে যায়।

Smriti Mandhana (Photo Credits: ICC)

এরপর আজ বাইশ গজে শেষ ম্য়াচে সিরিজ হার বাঁচাতে নামলেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)-রা। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটা ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে হার বাঁচানোর। সিরিজের প্রথম খেলায় ভারতীয় মহিলা দলকে ১২ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৭৭ রান করার পর বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ।

এর আগে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে-তে ৩-০ হারিয়ে সিরিজ জেতেন হরমনপ্রীত, স্মৃতি মন্ধনা-রা। এরপর একমাত্র টেস্টে প্রোটিয়া কন্যাদের বিরুদ্ধে টেস্টে ঐতিহাসিক জয় পায় ভারতীয় মহিলা দল।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস--

ভারত-দক্ষিণ আফ্রিকা মহিলাদের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে কবে, কোথায় আয়োজিত হবে

আজ, ৯ জুলাই চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলাটি হবে।

কখন থেকে শুরু হবে খেলা?

ভারতীয় সময় সন্ধ্য়া ৭টা থেকে শুরু খেলা

টিভিতে কোথায় দেখা যাবে ম্যাচটি?

স্পোর্টস ১৮ নেটওয়ার্কের স্পোর্টস-১ ও এইচডি চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা।

ওয়েবসাইট ও অ্যাপে কীভাবে দেখা যাবে ম্যাচ?

জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বিনামূল্যে দেখা যাবে খেলাটি।



@endif