IND vs SA 1st Test, Day 3 Live Streaming: এলগারের শতকে এগিয়ে প্রোটিয়া, কীভাবে থামাবে রোহিতরা; সরাসরি দেখুন
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়
আজ ভারত তাদের কঠিন পরীক্ষায় জয় পেতে প্রস্তুত, কিন্তু বরাবরের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানো সহজ হবে না। দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জেতেনি টিম ইন্ডিয়া। খারাপ আলোয় দ্বিতীয় দিনে তাড়াতাড়ি স্টাম্প পড়ে যায়। দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২৫৬ রান তুলে ভারতের থেকে ১১ রানে এগিয়ে রয়েছে। ১৪তম টেস্ট সেঞ্চুরি করে ডিন এলগার (Dean Elgar) তার বিদায়ী সিরিজকে আরও স্মরণীয় করেন। অভিষেকে অর্ধশতক করে ডেভিড বেডিংহামের (David Bedingham) দ্বিতীয় দিনে এলগারের সঙ্গে সেঞ্চুরির জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে যেতে সাহায্য করে। প্রায় ৩০ ওভার উইকেটহীন থাকার পর তাদের ১৩১ রানের পার্টনারশিপ ভাঙেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। শেষ পর্যন্ত বেডিংহামকে ফেরানোর পরের ওভারেই কাইল ভেরেইনকে (Kyle Verreynne) আউট করে টেস্ট ক্রিকেটের খাতা খোলেন প্রসিদ্ধ কৃষ্ণা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে গতকাল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। IND Vs SA 1st Test: বিরাট কোহলির বুদ্ধিমত্তায় আউট দক্ষিণ আফ্রিকার খেলোয়াড, দেখুন ভিডিয়ো
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
দক্ষিণ আফ্রিকার একাদশ: ডিন এলগার, এডেন মার্করাম, টনি ডি জরজি, টেম্বা বাভুমা (অধিনায়ক), কিগান পিটারসেন, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাডা, নান্দ্রে বার্গার।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচ?
২৮ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে (SuperSport Park, Centurion) প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।
কখন থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচ?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচ
সরাসরি টিভিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচ
সরাসরি অনলাইনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।