IND vs NZ 1st Test: সরফরাজ-পন্থদের দুরন্ত লড়াই, ২৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে মহাকামব্যাকে জল, কিউইদের জিততে চাই ১০৭

বেঙ্গালুরু টেস্টে দারুণ লড়াই সরফরাজ খান, ঋষভ পন্থদের। তবে শেষ অবধি দ্বিতীয় ইনিংসে নজির গড়া লড়াইয়েরও পরও ম্যাচ জেতার তেমন আশা থাকল না টিম ইন্ডিয়ার।

New Zealand need 107 runs to beat India . (Photo Credits: X)

বেঙ্গালুরু, ১৯ অক্টোবর: একজনের ১৫০, আরেক জনের ৯৯। বেঙ্গালুরু টেস্টে দারুণ লড়াই সরফরাজ খান, ঋষভ পন্থদের। তবে শেষ অবধি দ্বিতীয় ইনিংসে নজির গড়া লড়াইয়েরও পরও ম্যাচ জেতার তেমন আশা থাকল না টিম ইন্ডিয়ার। প্রথম ইনিংসে ৪৬ রানের ভরাডুবিতে দেশের মাটিতে টেস্ট হারের মুখে টিম ইন্ডিয়া। অথচ এই কথাগুলো যে লিখতে হবে, তা দিনের খেলা শেষের ঘণ্টা দেড়েক আগেও বোঝা যায়নি। পন্থ ৯৯ রানে আউটের পরই ভারতের ইনিংসে ধস নামে। টিম ইন্ডিয়ার শেষ ৬টি উইকেটের পতন হয় মাত্র ২৪ রানে।

ভারতের দারুণ একটা দিনে শেষ অবধি জেতার মত জায়গায় নিউ জিল্যান্ড। রবিবার বেঙ্গালুরু টেস্টের শেষ দিনে নিউ জিল্যান্ডকে জিততে হলে করতে হবে ১০৭ রান। বৃষ্টির সম্ভাবনা থাকলেও টার্গেট কম থাকায় কিউইদের সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার সম্ভাবনাই অনেকটা। সরফরাজ খানের দুরন্ত ১৫০, পন্থের আফশোসের ৯৯ রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংস টিম ইন্ডিয়া করল ৩৬২ রান। ৪৬ রানে অল আউট হওয়া, প্রথম ইনিংসে ৩৫৬ রানে এগিয়ে পিছিয়ে থাকা দল, দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক একটা সময় বেশ ভাল জায়গায় ছিল। কিন্তু ৩ উইকেটে ৪০৮ থেকে ৪৬২ রানে অল আউট হয়ে টেস্টের সবচেয়ে বড় অঘটনের স্বপ্নে বাধা এল। সরফরাজ-পন্থের তৈরি করা মসৃণ জমিতে দাঁড়িয়ে কেএল রাহুল (১২), রবীন্দ্র জাদেজা (৫)-রা দলের লিডকে দেড়শো পাড় করতে পারলেন না। পাহাড় প্রমাণ চাপের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে দুই উইকেট থেকে টিম ইন্ডিয়া করল ৪৬২ রান। আরও পড়ুন-মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া ঋষভ পন্থের, তবুও ভাঙলেন এমএস ধোনির রেকর্ড

দেখুন স্কোরবোর্ড

সরফরাজ খান ও ঋষভ পন্থের অবিশ্বাস্য ১৭৭ রানের পার্টনারশিপে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে চারশো রানের গণ্ডি টপকেছিল টিম ইন্ডিয়া। শনিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ দিনে প্রায় ৩৫ ওভার ব্যাট করেও ভারতের একটা উইকেটও পড়েনি। কিন্তু শেষ ৬টা উইকেট পড়ল ১১ ওভারের মধ্যে। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৪৬২ রান করল ৯৯.৩ ওভারে, রান রেট ৪.৬৪। পন্থ ৯৯ রান করলেন ১০৫ বলে, আর সরফরাজের ১৫০ রানটা এল ১৯৫ রানে। পন্থ টেস্টে তাঁর সপ্তম সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন মাত্র এক রানের জন্য।