IND vs NZ 2nd Test Result: ভারতের মাটিতে প্রথমবার, নিউজিল্যান্ডের সিরিজ জয়ের নায়ক স্যান্থনার

তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। ২০১২-১৩ মরসুমে ইংল্যান্ডের পর প্রথম অ্যাওয়ে দল হিসেবে ভারতের মাটিতে পুরুষদের টেস্ট সিরিজ জয়ের রেকর্ড স্পর্শ করে তারা।

Mitchell Santner (Photo Credit: BLACKCAPS/ X)

IND vs NZ 2nd Test Result: পুনের এমসিএ স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট এবং এক ম্যাচে ১৩ উইকেট নিয়ে ভারতকে টানা দ্বিতীয় হারের স্বাদ দেন মিচেল স্যান্থনার। যার ফলে ১ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টকে সামনে রেখে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। ২০১২-১৩ মরসুমে ইংল্যান্ডের পর প্রথম অ্যাওয়ে দল হিসেবে ভারতের মাটিতে পুরুষদের টেস্ট সিরিজ জয়ের রেকর্ড স্পর্শ করে তারা। ৩৫৯ রানের টার্গেট ডিফেন্ড করে সফরকারীরা ভারতকে ২৪৫ রানে অলআউট করে দেয়। লাঞ্চ ব্রেকের পর যশস্বী জয়সওয়াল (৭৭), শুভমন গিল (২৩), বিরাট কোহলি (১৭) এবং সরফরাজ খানকে (৯) আউট করে নিউজিল্যান্ডকে শীর্ষে রাখেন মিচেল স্যান্থনার। ভারতীয় ব্যাটিং লাইন আপ আরও একবার হোঁচট খেলে অলৌকিক প্রচেষ্টায় দলকে উদ্ধার করার দায়িত্ব রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার উপর পড়েছিল। PAK Beat ENG in Test Series: রাওয়ালপিন্ডিতে নোমান-সাজিদের নয়া ইতিহাস, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট স্কোরকার্ড

স্যান্থনারের বীরত্বে ৩৫৯ রান তাড়া করতে নেমে চা বিরতির পর ৩৪ বলে ১৮ রান করে অশ্বিনকে আউট করতে আবারও আঘাত হানেন স্যান্থনার। এরপর আকাশ দীপ (১) ও জাদেজাকে (৪২) আউট করে এজাজ প্যাটেল দুটি উইকেট তুলে নিলে নিউজিল্যান্ড সহজেই খেলা শেষ করে। এর আগে দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার সাত উইকেটের ভাগাভাগিতে শনিবার নিউজিল্যান্ডকে ২৫৫ রানে অলআউট করে দিলে দ্বিতীয় টেস্ট জিততে ভারতের প্রয়োজন ছিল ৩৫৯ রান। প্রথম ইনিংসে মিচেল স্যান্থনারের ৭ উইকেটের সুবাদে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে ভারতের মনোবল ভেঙ্গে দেওয়ার পর কিউইদের লিড ৩০০ পার করাতে বড় ভূমিকা পালন করেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। সামনে থেকে ওয়াশিংটন সুন্দর উইকেট নিতে থাকলেও ৮৬ রানের ইনিংস খেলেন কিউই অধিনায়ক।

ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড

ডেভন কনওয়ে (১৭), রচিন রবীন্দ্র (৯), ড্যারিল মিচেল (১৮) সুন্দরের শিকার হন, ল্যাথামও শতকের কাছাকাছি গিয়েও সুন্দরের শিকার হন, দিনের আরেকটি উইকেট নেন অশ্বিন, ২৩ রানে থাকা উইল ইয়ংয়ের। বল হাতে হতাশ করেছেন জসপ্রীত বুমরাহ। এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২৫৯ রানের জবাবে ভারত ১৫৬ রানে অলআউট হয়ে যায়। শুভমান গিল (৩০), বিরাট কোহলি (১), সরফরাজ খান (১১), রবীন্দ্র জাদেজা (৩৮), রবিচন্দ্রন অশ্বিন (৪), আকাশ দীপ (৬) ও জসপ্রীত বুমরাহকে (০) আউট করে সাত উইকেট নেন মিচেল স্যান্থনার। এদিকে ভারতের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। নিজেদের প্রথম ইনিংসে ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্রর হাফসেঞ্চুরির সৌজন্যে ২৫৯ রান করে নিউজিল্যান্ড। কনওয়ে ১৪১ বলে ১১টি চারের সাহায্যে ৭৬ রান করেন। অন্যদিকে রবীন্দ্র ১০৫ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৬৫ রান করেন। ভারতের বোলিং বিভাগের হয়ে সাত উইকেট নেন সুন্দর।