IND vs NZ 2nd Test Day 1 Highlights: স্পিন জাদুতে ২৫৯ রানে অলআউট কিউইরা, শূন্য রানে ফিরলেন রোহিত; একনজরে স্কোরকার্ড

২৫৯ রানের ৭ উইকেট সুন্দর নিলে বাকি ৩ উইকেট নেন রবি অশ্বিন। এরপর ব্যাট করতে নেমে ভারত ২ ওভার মেডেন খেলার পর ০ রানেই আউট হন অধিনায়ক রোহিত শর্মা। কাল ৩২ বলে ১০ রানে থাকা যশস্বী জয়সওয়ালের সঙ্গে ব্যাট করতে নামবেন ২৫ বলে ৬ রান করা শুভমন গিল।

Rohit Sharma (Photo Credit: BCCI/ X)

IND vs NZ 2nd Test Day 1 Highlights: বৃহস্পতিবার পুনেতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ড ৭৯.১ ওভারে ২৫৯ রানে গুটিয়ে গেছে। ওয়াশিংটন সুন্দর সাত উইকেট নিয়ে তার চাঞ্চল্যকর ফর্মে দেখিয়েছেন। নিউজিল্যান্ড প্রথম দিনে ভাল শুরু করলেও সুন্দর তাদের অগ্রগতিতে বিরতি এনে দ্বিতীয় সেশন থেকেই আধিপত্য বিস্তার করতে প্রস্তুত ছিলেন। এই সিরিজে সুন্দর প্রথম বোলার হিসেবে রচিন রবীন্দ্রকে আউট করার পর দ্বিতীয় সেশনের শেষ বলে টম ব্লান্ডেলকে আউট করেন। রোহিত শর্মা তাকে ফিরিয়ে আনার ঠিক পরে সুন্দর দ্বিতীয় সেশনে ১০৫ বলে ৬৫ রানে রবীন্দ্রকে আউট করেন। দ্বিতীয় সেশনের কনওয়ে অশ্বিনের বলে আউট হন, ১৪১ বলে ৭৬ রান করেছিলেন তিনি। এরপর রবীন্দ্র ও মিচেল চতুর্থ উইকেটে ৫৯ রানের জুটি গড়েন। Washington Sundar 7 Wicket Haul: প্রায় চার বছর পর দলে ফিরে এক ইনিংসেই ৭ উইকেট ওয়াশিংটন সুন্দরের

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট প্রথম দিন হাইলাইটস

জসপ্রীত বুমরাহর করা সেশনের প্রথম বলেই চার মেরে হাফসেঞ্চুরি অতিক্রম করেন কনওয়ে। রোহিত শর্মা অশ্বিনের হাতে বল তুলে দেওয়ার আগে এই পেসার সেশনের শুরুতে চার ওভার বোলিং করেন, এরপর ওয়াশিংটন সুন্দর অন্য ওভার থেকে বোলিং শুরু করেন। এরপর চা বিরতির পর নিজের প্রথম ওভারেই ড্যারিল মিচেলের উইকেট পান তিনি। এছাড়া গ্লেন ফিলিপস (৯), মিচেল স্যান্টনার (৩৩), টিম সাউদি (৫), আজাজ প্যাটেল (৪) আউট হন। ২৫৯ রানের ৭ উইকেট সুন্দর নিলে বাকি ৩ উইকেট নেন রবি অশ্বিন। এরপর ব্যাট করতে নেমে ভারত ২ ওভার মেডেন খেলার পর ০ রানেই আউট হন অধিনায়ক রোহিত শর্মা। কাল ৩২ বলে ১০ রানে থাকা যশস্বী জয়সওয়ালের সঙ্গে ব্যাট করতে নামবেন ২৫ বলে ৬ রান করা শুভমন গিল।