IND vs AUS, CWC Final 2023 Live Streaming: পাঁচবারের চ্যাম্পিয়নদের মুখ থেকে জয় কি তুলতে পারবে রোহিত শর্মা, সরাসরি দেখবেন যেখানে
অস্ট্রেলিয়া বনাম ভারত, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টেয়।
আজ ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল খেলবে ভারত। ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এর মধ্যে ভারত জিতেছে পাঁচবার, অস্ট্রেলিয়া জিতেছে আটবার। দু'জনেই ২০০৩ সালের ফাইনাল খেলে যেখানে অস্ট্রেলিয়া বোর্ডে ৩৫৯ রান তুলে ভারতকে ১২৫ রানে পরাজিত করে। চলতি বছরে লিগ পর্বে অস্ট্রেলিয়াকে ৪১.২ ওভারে মাত্র ২০০ রান তাড়া করে ৬ উইকেটে হারায় ভারত। ১১৫ বলে ৯৭ রানের ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন লোকেশ রাহুল। ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ICC ODI World Cup 2023 Final Ceremony: এয়ার শো থেকে শুরু করে মিউজিক ইভেন্ট, জেনে নিন বিশ্বকাপ ফাইনালে আমেদাবাদে আইসিসির চার পর্বের বিদায় অনুষ্ঠান
এরপর ৩৯৭ রান তাড়া করে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে ৭০ রানে হারায় ভারত। বিরাট কোহালি ও শ্রেয়স আইয়ারের শতরানের সুবাদে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। তবে ৯.৫ ওভারে ৫৭ রানে সাত উইকেট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মহম্মদ শামি। ম্যাচের সেরাও হয়েছেন শামি। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ২১২ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ডেভিড মিলার ১১৬ বলে ১০১ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
কবে, কোথায় আয়োজিত হবে অস্ট্রেলিয়া বনাম ভারত, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ?
১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা।
কখন থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ভারত, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ?
অস্ট্রেলিয়া বনাম ভারত, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় অস্ট্রেলিয়া বনাম ভারত, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ
সরাসরি টিভিতে অস্ট্রেলিয়া বনাম ভারত, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন অস্ট্রেলিয়া বনাম ভারত, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ
সরাসরি অনলাইনে অস্ট্রেলিয়া বনাম ভারত, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।