IND vs AFG Cricket Final, Asian Games Live Streaming: এশিয়ান গেমস ক্রিকেটে সোনার লড়াইয়ে ভারতের সামনে আফগানিস্তান; সরাসরি দেখবেন যেখানে

ভারত বনাম আফগানিস্তান ক্রিকেট ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১ঃ৩০টায়

AFG vs IND (Photo Credits: X)

এশিয়ান গেমস ২০২৩ পুরুষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। শনিবার চিনের হাংজুতে ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজির পিংফেং ক্রিকেট ফিল্ডে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতীয় পুরুষ ক্রিকেট দল, প্রাক্তন টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন, প্রথমবারের মতো এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং নেপালের বিপক্ষে কোয়ার্টারফাইনালে তাদের টুর্নামেন্ট শুরু করে। নেপালের বিপক্ষে ২৩ রানে জয়ের পর সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে সোনার মেডেলের ম্যাচে জায়গা করে নেয় ভারতীয় ক্রিকেট দল। আজ মহিলা দলের ন্যায় অনুকরণ মুখিয়ে থাকবে ভারতীয় পুরুষ দল। গত মাসে শ্রীলঙ্কাকে হারিয়ে মহাদেশীয় অভিষেকে সোনা জিতেছিল ভারতীয় মহিলা দল। অন্যদিকে, এশিয়ান গেমসে দু'বারের রৌপ্যজয়ী আফগানিস্তান কোয়ার্টার ফাইনালেই ২০২৩ সালের হ্যাংঝু অভিযান শুরু করে। আফগানরা শ্রীলঙ্কাকে আট রানে হারিয়ে সেমিফাইনালে টি-টোয়েন্টির প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে। Asian Games Cricket: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে আফগানিস্তান

ভারতের দলঃ যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, রবি শ্রীনিবাসন সাই কিশোর, অর্শদীপ সিং, রাহুল ত্রিপাঠি, আবেশ খান, মুকেশ কুমার, প্রভসিমরন সিং, আকাশ দীপ।

আফগানিস্তানের দলঃ মহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নূর আলী জাদরান, শহীদুল্লাহ কামাল, আফসার জাজাই, করিম জানাত, গুলবদিন নায়েব (অধিনায়ক), শরাফুদ্দিন আশরাফ, কায়েস আহমদ, ফরিদ আহমদ মালিক, জহির খান, সাঈদ শিরজাদ, নিজাত মাসুদ, জুবাইদ আকবরী, ওয়াফিউল্লাহ তারাখিল।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম আফগানিস্তান ক্রিকেট ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস?

৭ অক্টোবর হাংঝুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ড (Pingfeng Campus Cricket Field, Hangzhou) ২০২৩ এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম আফগানিস্তান ক্রিকেট দল।

কখন থেকে শুরু হবে ভারত বনাম আফগানিস্তান ক্রিকেট ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস?

ভারত বনাম আফগানিস্তান ক্রিকেট ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম আফগানিস্তান ক্রিকেট ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস

সরাসরি টিভিতে ভারত বনাম আফগানিস্তান ক্রিকেট ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস ভারতে দেখবেন সোনি স্পোর্টসে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম আফগানিস্তান ক্রিকেট ফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস

সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি লিভ (Sony Liv) অ্যাপে।