IND A vs BAN A Semi-Final, ACC Emerging Asia Cup Live Streaming: ভারত 'এ' বনাম বাংলাদেশ 'এ' সেমিফাইনাল, ইমার্জিং এশিয়া কাপ, সরাসরি দেখুন (ভারত ও বাংলাদেশ)

ইমার্জিং এশিয়া কাপে ভারত 'এ' বনাম বাংলাদেশ 'এ' সেমিফাইনালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টোয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টায়

IND A vs BAN A (Photo Credit: BCCI & ACC/ Twitter)

এসিসি ইমার্জিং কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ 'এ' এবং ভারত 'এ'। অবিশ্বাস্য ফর্মে রয়েছে ভারতের যুব দল, শেষ সব ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। অন্যদিকে গ্রুপ পর্বের তিনটি ম্যাচের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে হার পেয়েছে বাংলাদেশ। আজ ২১ জুলাই দুই প্রতিবেশী দেশের সেমিফাইনাল হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আট উইকেটে জয় পেয়েছে ভারত। অভিষেক শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে নেপালকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় ম্যাচ জিতে নেয় ভারত। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে সাই সুদর্শনের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪৮ রানে হেরেছিল বাংলাদেশ। ওমান ও আফগানিস্তানের বিপক্ষে পরপর দুটি জয় নিয়ে তারা দ্রুত ফিরে আসে এবং টুর্নামেন্টের সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত করে। IND vs WI 2nd Test Day 1 Video Highlights: শতকের দিকে এগিয়ে বিরাট, ৪ উইকেট খুইয়ে ২৮৮ রানে ভারত

ভারত 'এ' দল: সাই সুদর্শন, অভিষেক শর্মা, নিকিন জোস, যশ ধুল (অধিনায়ক), রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, ধ্রুব জুরেল (উইকেটকিপার), মানব সুথার, হর্ষিত রানা, নীতিশ রেড্ডি, আরএস হাঙ্গেরকর, আকাশ সিং, যুবরাজ সিং দোদিয়া, প্রভসিমরন সিং, প্রদোষ পাল

বাংলাদেশ 'এ' দল: মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, জাকির হাসান, সাইফ হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, আকবর আলী, মাহেদী হাসান, রকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুসফিক হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মৃতুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান

কখন থেকে শুরু হবে ভারত 'এ' বনাম বাংলাদেশ 'এ' সেমিফাইনাল, ইমার্জিং এশিয়া কাপ?

ইমার্জিং এশিয়া কাপে ভারত 'এ' বনাম বাংলাদেশ 'এ' সেমিফাইনালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টোয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত 'এ' বনাম বাংলাদেশ 'এ' সেমিফাইনাল, ইমার্জিং এশিয়া কাপ?

ভারত 'এ' বনাম বাংলাদেশ 'এ' সেমিফাইনাল, ইমার্জিং এশিয়া কাপ ভারতে এবং বাংলাদেশে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত 'এ' বনাম বাংলাদেশ 'এ' সেমিফাইনাল, ইমার্জিং এশিয়া কাপ?

ভারত 'এ' বনাম বাংলাদেশ 'এ' সেমিফাইনাল, ইমার্জিং এশিয়া কাপ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেলে এবং ফ্যানকোডে।