ICC WTC 2025 Point Table: পাকিস্তানকে টানা দুটো টেস্টে হারিয়ে ইংল্যান্ডকে পিছনে ফেলে প্রথম চারে বাংলাদেশ, শীর্ষে ভারত

পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে টানা দুটো টেস্টে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship 2023-25) পয়েন্ট তালিকায় প্রথম চারে ঢুকে পড়ল বাংলাদেশ।

Litton Das (Photo Credit: BCB/ X)

পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে টানা দুটো টেস্টে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship 2023-25) পয়েন্ট তালিকায় প্রথম চারে ঢুকে পড়ল বাংলাদেশ (Bangladesh Cricket Team) । ক দিন আগে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর দুটো টেস্টে জিতে ইংল্যান্ড প্রথম চারে উঠে এসেছিল। কিন্তু বিদেশের মাটিতে টানা দুটো টেস্টে জেতায় ইংল্যান্ডকে টপকে এখন পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে বাংলাদেশ। পাঁচে নেমে গেল ইংল্যান্ড। পয়েন্টের শতাংশের বিষয়ে বাংলাদেশ ৪৫.৮৩, সেখানে ইংল্যান্ড ৪৫। যদিও ১৫টি টেস্টে খেলে ইংল্যান্ডের প্রাপ্ত পয়েন্ট ৮১। সেখানে ৬টি টেস্ট খেলে বাংলাদেশের পয়েন্ট ৩৩।

প্রথম তিনটি স্থানে আছে যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পয়েন্টের চেয়েও বেশী গুরুত্ব পায় 'পয়েন্ট পার্সেন্টেজ সিস্টেম' বা কত শতাংশ পয়েন্ট পাওয়া গিয়েছে সেই বিষয়টি। তাই টিম ইন্ডিয়া (৯ ম্যাচে ৭৪ পয়েন্ট) অস্ট্রেলিয়া (১২ ম্যাচে ৯০ পয়েন্ট)-র চেয়ে কম পয়েন্ট পেলেও শতাংশের বিচারে রোহিত শর্মা (৬৮.৫২)-রা এগিয়ে প্যাট কামিন্স (৬২.৫)-এর দলের চেয়ে। তিনে থাকা কিউইদের শতাংশের পয়েন্ট ৫০। আরও পড়ুন-রাওয়ালপিন্ডিতে জোড়া জয়ে ইতিহাস নাজমুলদের, পাকিস্তানকে পাকিস্তানে হোয়াইটওয়াশ করে ২-০ সিরিজ জয় বাংলাদেশের

ইংল্যান্ডের পিছন ছয় ও সাত নম্বরে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। শেষের দুটি স্থানে থাকা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫-এর পয়েন্ট টেবিল

১) ভারত: ৬৮.৫২ (৯ ম্যাচে ৭৪ পয়েন্ট)

২) অস্ট্রেলিয়া: ৬২.৫০ (১২ ম্যাচে ৯০)

৩) নিউ জিল্যান্ড: ৫০ (৬ ম্যাচে ৩৬)

৪) বাংলাদেশ: ৪৫.৮৩ (৬ ম্যাচে ৩৩)

৫) ইংল্যান্ড: ৪৫ (১৫ ম্যাচে ৮১)

৬) দক্ষিণ আফ্রিকা: ৩৮.৮৯ (৬ ম্যাচে ২৮)

৭) শ্রীলঙ্কা: ৩৩.৩৩ (৬ ম্যাচে ২৪)

৮) পাকিস্তান: ১৯.০৫ (৬ ম্যাচে ১৬)

৯) ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৫২ (৯ ম্যাচে ২০)

ফাইনাল- ১১ জুন, ২০২৫। লর্ডস।।